বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : গত কয়েক মাসের টানা ভারী বৃষ্টির কারনে উত্তর এর জেলাগুলিতে ছিল বন্যার ভ্রুকুটি। কিন্তু আবহাওয়া দপ্তর (weather office) জানাচ্ছে আজ থেকে খানিকটা বৃষ্টি কমবে উত্তরে, যার জেরে বন্যার সম্ভাবনা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।
তবে বৃষ্টি পুরোপুরি কমছে না বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। তারা জানাচ্ছে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরের জেলাগুলি জুড়ে। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। শনিবার শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনা গোনা থাকলেও বৃষ্টি হয় নি বললেই চলে। পাশাপাশি উষ্ণতা বেড়েছে, বেড়েছে আর্দ্রতাও। সব মিলিয়ে গলদঘর্ম কলকাতা বাসী। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল ও বৃষ্টির তেমন কোনো আশা নেই শহর কলকাতায়
আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ খুলে দেওয়া যেতে পারে।
ইতিমধ্যেই আসাম ও বিহারের বিরাট অঞ্চল প্লাবিত হয়েছে অতি বৃষ্টির কারনে। জল বেড়েছে বাংলারও বেশ কয়েকটি নদীতে। করোনা মহামারী কালে এই অতি বৃষ্টি ও বন্যা পরিস্থিতি দেশের অর্থনীতির চাকা যে আরো শ্লথ করে দেবে সন্দেহ নেই।