অযোধ্যায় রাম মন্দিরের শিলন্যাস নিয়ে রেগে আগুন পাকিস্তান! বলল ভারত এখন রাম নগরী হয়ে গেছে

বাংলা হান্ট ডেস্কঃ অযোধ্যায় রাম মন্দিরের শিলন্যাস নিয়ে রেগে আগুন পাকিস্তান (Pakistan)। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তুলে ধরা পাকিস্তান এখন রাম মন্দির ইস্যুতে ভারতকে (India) আক্রমণ করা শুরু করেছে। ইমরান খান (Imran Khan) সরকারে রেল মন্ত্রী শেখ রাশিদ (Sheikh Rashid)  মোদী সরকারের সমালোচনা করে মোদী সরকারকে সাম্প্রদায়িক সরকার বলে আখ্যা দিয়েছেন। রাশিদ একটি বয়ানে বলেন, ‘ভারত এখন রাম নগর হয়ে গেছে। সেখানে ধর্মনিরপেক্ষ বলে আর কিছু নেই।” রাশিদ আরও বলেন, ভারতে এখন হিন্দুত্ববাদি শক্তি প্রভাব বিস্তার করছে।

Sheikh Rashid 1

মঙ্গলবার একটি বয়ানে পাকিস্তানের রেল মন্ত্রী শেখ রাশিদ ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেন। উনি বলেন, ‘ভারত এখন রাম নগরী হয়ে গেছে। ওই দেশে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়েছে। ওই দেশে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা বলে আর কিছুই নেই। ওই দেশে সংখ্যালঘুরা সমস্যার সন্মুখিন হচ্ছে। ভারত এখন শ্রী রামের হিন্দুত্ব অনুসরণ করছে।”

রাশিদ কাশ্মীর নিয়ে কান্না করাও বাদ দেয়নি। জানিয়ে দিই, যেদিন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজো হচ্ছে সেই দিনই গত বছর কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছিল। কেন্দ্রের মোদী সরকার গত বছর ৫ই আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছিল।। এর সাথে সাথে কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমাও তুলে দিয়েছিল মোদী সরকার। রাশিদ বলেন, ‘পাকিস্তান কাশ্মীরের মুসলিমদের পাশে আছে। ভারত ওদেরই নির্বাচন করার সুযোগ দিক যে ওঁরা কাদের সাথে থাকতে চায়।”

Sheikh Rashid

এর আগে পাকিস্তান উস্কানিমূলক কাজ করে মঙ্গলবার একটি নতুন রাজনৈতিক মানচিত্র জারি করেছে। সেখানে পাকিস্তান জম্মু কাশ্মীর আর গুজরাটের কিছু অংশকে নিজেদের বলে দেখিয়েছে। পাকিস্তানের এই কাজে ভারত কড়া প্রতিক্রিয়া দিয়েছে। আর ভারত তাঁদের এই কাজকে হাস্যকর বলে অভিহিত করেছে। প্রসঙ্গত, পাকিস্তান চীনের উসকানিতেই যে এই কাজ করেছে সেটা স্পষ্ট। কারণ চীন পাকিস্তান আর নেপালকে উস্কে দিয়ে ভারতকে চাপে ফেলার বৃথা চেষ্টা করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর