বাংলাহান্ট ডেস্কঃ গত ২৯ জুন Tiktok, share it সহ চীনের (china) ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত (india)। তারপরই এই অতি প্রয়োজনীয় চীনা অ্যাপ গুলির তৈরি করতে মাঠে নেমে পড়ে ভারতীয় যুবসমাজ ও টেক বিশেষজ্ঞরা। এর আগে টিকটকের বহু বিকল্প তৈরি করা হয়েছে দেশে। এবার জনপ্রিয় ফাইল শেয়ারিং অ্যাপ share it এর বিকল্প নিয়ে এল ভারতীয় তরুন।
১৭ বছরের আসফাক মাহমুদ চৌধুরী share it এর বিকল্প ভারতীয় অ্যাপ dodo drop ডেভলপ করেছেন। শেয়ার ইট এর মত এই অ্যাপটিতেও খুব অল্প সময়ে ইন্টারনেটের সাহায্য ছাড়াই ফাইল আদান প্রদান করা যাবে। আশফাক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে অনুপ্রেরণা নিয়ে সে এই অ্যাপ টি বানিয়েছে। লকডাউনে স্কুল বন্ধ থাকার অবসরে বানানো এই অ্যাপ বানাতে তার মাত্র ৪ সপ্তাহ সময় লেগেছে।
তিনি জানিয়েছে শেয়ার ইট এর তুলনায় তার ডোডো ড্রপ অ্যাপ অনেকটাই হাল্কা। মাত্র ১১ মেগাবাইটের এই অ্যাপ ৪৮০ মেগাবাইট প্রতি সেকেন্ড গতিতে ফাইল শেয়ার করতে সক্ষম। ইতিমধ্যেই অ্যাপটি প্লেস্টোর এ উপলব্ধ।
প্রসঙ্গত, টিকটকের জনপ্রিয়তা মূলত ভাগ হয়ে যাচ্ছে চিঙ্গারি ও রোপোসোর মধ্যে। রোপোসোর তরফ থেকে জানানো হয়েছে, ১ দিনেই ১ কোটি মানুষ ডাউনলোড করবে বলে আশা করছে রোপোসো। অ্যাড টেক ইউনিকর্ন ইনমবি প্রতিষ্ঠাতা এবং সিইও নবীন তিওয়ারি দাবি করেছেন যে ভিডিও শেয়ারিং অ্যাপটি রোপোসো কয়েক সপ্তাহের মধ্যে ১০ গুন লোক ডাউনলোড করেছে।
পাশাপাশি চিঙ্গারির উদ্যোক্তা সুমিত ঘোষ দাবি করেছে, “অ্যাপে প্রতি মিনিটে প্রায় 10,000 ব্যবহারকারী রয়েছেন। প্রতি ঘন্টা 3 মিলিয়ন ভিডিও স্যুইপ করা বা দেখা হচ্ছে। গত ২৪ ঘন্টা ২ মিলিয়ন ভিডিও দেখা হয়েছে। প্রতি ঘন্টা 90,000 নতুন ব্যবহারকারী অ্যাপ্লিকেশনটিতে যোগদান করছে” সহজেই এর থেকে এই প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা যে কি হারে বাড়ছে বোঝা যাচ্ছে