সেপ্টেম্বরে ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করে দিল BCCI

বাংলাহান্ট ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। দুই দেশের মধ্যে আগামী 16 ই সেপ্টেম্বর থেকে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ছিল। এই মুহূর্তে বিশ্বজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস যার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। এই কারণে বাতিল হয়েছে একের পর এক সিরিজ। অপরদিকে আগামী 19 শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। সেই কারণেই আপাতত সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের ভারত সফর স্থগিত করে দিল বিসিসিআই।

বিসিসিআই শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, “করোনা ভাইরাসের কারনে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টিটোয়েন্টি সিরিজ বাতিল করে দিতে বাধ্য হয়েছে আইসিসি। অপরদিকে এই মুহুর্তে ভারতেও করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

20989740124d26ea60885197b9d0fe45db648a2f2e5aa8ae5f2cc568c9ce15e3710ddf9a2

সেই কারণেই বিসিসিআই এবং ইসিবি যৌথ উদ্যোগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে সিরিজ হওয়ার কথা ছিল সেই সিরিজ স্থগিত করে দেওয়া হল। ভারত সফরে এসে ইংল্যান্ডের তিনটি ওয়ানডে এবং তিনটি টিটোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। এই সিরিজ গুলি 2021 সালের শুরুতে করার কথা ভাবা হচ্ছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর