খরস্রোতা নদীতে ঝাঁপ যুবকদের, ভাইরাল ভিডিও দেখে পদক্ষেপ নিতে চলেছে পুলিশ

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। কোনো কোনো ভিডিও যেমন আমাদের আনন্দ দেয় তেমনই অনেক ভিডিও আমাদের ভাবিয়ে তোলে। সম্প্রতি যুবকদের খরস্রোতা নদীতে ঝাঁপ দেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে তা সত্যি ভাবিয়ে তুলেছে নেটাগরিকদের। এমনকি ভিডিও দেখে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে পুলিশও।

PicsArt 08 09 12.24.51

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক খরস্রোতা নদীতে একটি বড় পাথরের ওপর থেকে ঝাঁপ দিচ্ছে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, কোনো সমতলের নদী নয়, বরং সেটি তীব্র গতিতে বওয়া একটি পাহাড়ি নদী।

জানা যাচ্ছে, এটি কাংড়া জেলার মাঞ্জি নদী। সম্ভবত টান্ডা মেডিকেল কলেজের আসেপাশের কোনো এলাকা। ভিডিওটি ভাইরাল হতেই তা পুলিশের নজরে পরে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বর্ষায় নদীতে স্নান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা না মেনে নদীতে জীবনের ঝুঁকি নিয়ে স্নান করবার জন্য এই যুবকদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে পুলিশ।

কাংড়ার এসপি বিমুক্ত রঞ্জন সাংবাদিকদের জানিয়েছেন, ডিএসপির ওপর এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে। ঐ যুবকদের চিহ্নিত করবার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘটনায় কেউ ডুবে যায় নি।

 

সম্পর্কিত খবর