চীনের উপর আর্থিক স্ট্রাইক ভারতের, কমিয়ে নেওয়া হলো ২৫% চীনা পণ্যের আমদানি

Bangla Hunt Desk: চীনা (China) হাঁটাও দেশ বাঁচাও, এই অভিযানের আরও একটি ধাপ এগিয়ে গেল ভারত (india)। একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে সীমান্ত এলাকায় বাড়তে থাকা উত্তেজনের মধ্যে মোদী সরকার এবং সেইসঙ্গে সমস্ত ভারতবাসী চীনের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে মুখীয়ে রয়েছে। পূর্বেই সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে ১০৬ টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সেইসঙ্গে চীন পণ্য বর্জন তো লেগেই আছে।

কম চীন থেকে আমদানী-রপ্তানির পরিমাণ
এবার চীন থেকে আমদানিকৃত পণ্যের পরিমাণ অনেকটাই কমিয়ে দিল ভারত সরকার। সীমান্ত সংঘর্ষের পর থেকেই চলছে চীনা পণ্য বর্জনের অভিযান। এই অভিযানের হাত ধরেই এবার এক বড় আঘাত পেল চীন সরকার। এক ঝটকায় চীন থেকে প্রায় ২৫ শতাংশ পণ্য আমদানী কমিয়ে দিল ভারত। সেইসঙ্গে চীনে রপ্তানিকৃত পণ্যের পরিমাণও কমল প্রায় ৬.৭ শতাংশ।

China Boycott Reuters File

প্রমাণ করে দিল ভারত
হিসাব করে দেখা গেছে এবছরের শুরু থেকে এই পর্যন্ত চীনকে আর্থিক দিক থেকে বেশ একটা বড় ঝটকাই দেওয়া হয়েছে। ভারত চীন পণ্য বর্জনের ডাক দেওয়াও, চীন সরকার ভেবেছিল ভারত চীন পণ্য না ব্যবহার করে থাকতে পারবে না। কিন্তু ভারত তা প্রমাণ করে দিল। উল্টে ভারত থেকে পরিমাণে কম আমদানি করে এখন সমস্যার সম্মুখীন হয়েছে চীন সরকার।

india bans china tikitok app

প্রভূত ক্ষতির সম্মুখীন হচ্ছে চীন সরকার
প্রতি বছর রাখির সময় ভারতে প্রায় ৬ হাজার কোটি টাকার রাখির ব্যবসা হয়। কিন্তু এতকাল যাবত ওই ৬ হাজার কোটি টাকার মধ্যে ৪ হাজার কোটি টাকার রাখি চীন থেকে আমদানি করা হত। এবারে আর একটি চীনা রাখিও আমদানি করা হয়নি। যার ফলে ৪ হাজার কোটি টাকার একটা বড় ঝটকা পেয়েছে চীন সরকার। ধীরে ধীরে ভারতবাসী কম দামে আকর্ষণীয় এবং টেকসই চীনা পণ্য বর্জন করতে সক্ষম হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর