বাংলা হান্ট ডেস্কঃ নীল এবং পরিস্কার জলের জন্য বিখ্যাত মরিশাসের (Mauritius) সমুদ্র এখন কালো হয়ে যাচ্ছে। সমুদ্রের বিচে (Pristine beaches) কালো জল পরিস্কার করার জন্য হাজার হাজার মানুষ সাফাই কাজে লেগেছেন। মরিশাসের সুন্দর সমুদ্র উপকূলের এই অবস্থা জাপানের একটি তেল ট্যাংকারের কারণে হয়েছে। ওই তেল ট্যাংকার ২৫ জুলাই থেকে মরিশাসের দক্ষিণপূর্ব উপকূলে ফেঁসে আছে আর সেই ট্যাংকার থেকে কাঁচা তেল সমুদ্রে গিয়ে মিশছে। ১০০০ টন কাঁচা তেল মরিশাসের সমুদ্রে নির্গত হয়েছে। এরফলে মরিশাস পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে।
Volunteers in Mauritius are scrambling to create cordons to keep leaking oil away from the island after a tanker ran aground on a coral reefhttps://t.co/GrmfLi0vPo pic.twitter.com/BIEW8NPBQx
— BBC News (World) (@BBCWorld) August 9, 2020
রয়টার্সের খবর অনুযায়ী, এমভি বাকাশিবো নামের এই তেল ট্যাংকার ২৫ জুলাই থেকে মরিশাসের উপকূলে ফেঁসে আছে। আর সেই ট্যাংকার থেকে তেল নির্গত হয়ে সমুদ্রের উপকূলের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ পরিবেশগত এমার্জেন্সি ঘোষণা করেছেন। উনি বলেছেন, এই ঘটনায় দেশের জন্য বড় সমস্যা সৃষ্টি হয়েছে। জগন্নাথ আন্তর্জাতিক মঞ্চের কাছে সাহায্য চেয়েছেন।
পরিবেশ রক্ষার জন্য কাজ করা গ্রিনপিস জানাচ্ছে, এই ঘটনার ফলে মরিশাসে এখনো পর্যন্ত সবথেকে ভয়াবহ পরিবেশগত সঙ্কট সৃষ্টি হয়ে গেছে। শুক্রবার জারি স্যাটেলাইট ছবিতে নীল রঙের সমুদ্রের জল কুচকুচে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি বলেছেন, ফ্রান্স মরিশাসের সাহায্যের জন্য বিশেষ টিম আর উপকরণ পাঠাবে। মরিশাসের পাশে ফ্রান্সের রিইউনিয়ান দ্বীপ আছে। সেখান থেকে ফ্রান্স সমুদ্র পরিস্কার করার উপকরণ আর বিশেষ টিম পাঠাচ্ছে।
Locals in Mauritius try to stop oil spill from reaching island after tanker ran aground coral reef https://t.co/4GVwUOdUVg
— BBC News (World) (@BBCWorld) August 9, 2020
মরিশাসের জনসাধারণ এই সঙ্কটের সময়ে এগিয়ে এসে ভলেন্টিয়ার হিসেবে সমুদ্র পরিস্কার করা কাজ শুরু করেছে। ডেলি মেল-এর খবর অনুযায়ী, রবিবার হাজার হাজার মানুষ প্রিসটাইন বিচ আর আশেপাশের এলাকায় সমুদ্র উপকূলে সাফাই কাজ শুরু করে। আরেকদিকে জাপান জানিয়েছে যে, তাঁরা লাগাতার ট্যাংকার থেকে তেল নির্গত হওয়া বন্ধ করার জন্য কাজ করছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই তেল ট্যাংকারকে ডুবোনর থেকে বাঁচানো মুশকিল এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা বাড়ছে। প্রধানমন্ত্রী জগন্নাথ জানিয়েছেন যে, যদি এই ট্যাংকার সম্পূর্ণ ভাবে ডুবে যায়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।