বাংলাহান্ট ডেস্কঃ দিনের পর দিন দেশজুড়ে ব্যাপক হারে বেড়ে চলেছে বেকারত্ব। করোনা সংক্রমণ যেন সেই বেকারত্বকে আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। করোনা সংক্রমণের জন্য দেশজুড়ে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। আর এর ফলে হু হু করে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। আর এই নিয়েই এবার মোদি সরকার কে একহাত নিলেন বক্সার বিজেন্দর সিং।
এবার দেশের বেকারত্ব নিয়ে মোদি সরকার কে আক্রমণ করে টুইট করলেন বিজেন্দর সিং। তিনি লিখেছেন, “এই মুহূর্তে দেশে একেবারেই চাকরি নেই। সাধারণ মানুষ কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করলে তাদেরকে ধর্মের নেশায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ মোদি সরকার দেশের মানুষের রোজকার নয় তাদেরকে সব সময় ধর্মের নেশার মধ্যে দিয়ে বিভোর করে রাখতে চান। কিন্তু আর সেটা পারবে না মোদি সরকার।
বিজেন্দর সিং বক্সিং রিং-য়ে যেভাবে প্রতিপক্ষকে সহজেই ধরাশায়ী করে দেন। তেমন ভাবেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন। গত 45 বছরে মোদি সরকারের জামানায় দেশে বেকারত্ব সর্বোচ্চ পৌঁছে গিয়েছে। হু হু করে দেশজুড়ে বেকারত্ব সংখ্যা বেড়ে চলেছে। আর এই প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বিজেন্দর সিং টুইটারে লিখলেন, ” জনগণ কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করলেই ধর্মের নেশা ধরিয়ে দাও। কিন্তু আর এরকম হবে না।”