আগামী মরশুম থেকে IPL-এর নিলাম তুলে দেওয়া হল

বাংলা হান্ট ডেস্কঃ  আইপিএলে নিলামের মাধ্যমে আইপিএল খেলা প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল গুছিয়ে নেয়। নিজেদের পছন্দমত ক্রিকেটারদের নিলামের মাধ্যমে নিজেদের দলে নিয়ে দলের শক্তি বাড়িয়ে নেয় ফ্র্যাঞ্চাইজি গুলি। তবে এবার আইপিএলের নিলাম তুলে দেওয়া হল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আগামী মরশুম থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিলাম তুলে দেওয়া হবে। জানা গিয়েছে করোনা ভাইরাসের কারণেই অনির্দিষ্টকালের জন্য আইপিএলের নিলাম স্থগিত করে দেওয়া হল।

সূত্রে খবর আগামী মরশুম থেকে অর্থাৎ 2021 সালের আইপিএলে কোন প্রকার নিলাম থাকছে না। যদি চোটের কারণে কোন ক্রিকেটার খেলতে না পারেন বা অন্য কোন কারণে ক্রিকেটারদের বাদ পড়তে হয় তাহলে সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি গুলিকে বেছে নিতে হবে তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে থেকেই কোন ক্রিকেটার কে।

246658802c09688da4ef4baa50e89508d1c82f94b2f420ea56ac1baefde5b6052749c544d

এই বছর আইপিএল শেষ হতে চলেছে 10 ই নভেম্বর তার ঠিক সাড়ে চার মাস পরেই 2021 আইপিএল অনুষ্ঠিত হবে। সেই কারণে পরবর্তী আইপিএলের প্রস্তুতি নেওয়ার সময় খুবই কম বিসিসিআই এর কাছে। এই কারণেই আগামী মরশুমে আইপিএল নিলামের জন্য খুব একটা সময় পাওয়া যাচ্ছে না বিসিসিআই। আর তাই 2021 আইপিএল নিলাম স্থগিত করে দিতে বাধ্য হল বিসিসিআই।

Udayan Biswas

সম্পর্কিত খবর