বাংলা হান্ট ডেস্কঃ বিখ্যাত শায়ার (কবি) রাহত ইন্দোরি (Rahat Indori) আজ মঙ্গলবার ইন্দোরের শ্রী অরবিন্দ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭০ বছরের ইন্দোরি হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। কিন্তু উনি করোনা ভাইরাসেও আক্রান্ত ছিলেন। ওনার করোনার চিকিৎসা চলছিল। ওনার ‘বুলাতি হেয় মগর জানে কা নেহি” (bulati hai magar jaane ka nahi) শায়েরি দেশের অগণিত ভক্তের মন কেড়েছিল। তবে উনি এর থেকেও অনেক ভালো শায়েরি লিখেছেন, যেগুলো ওনার ভক্তরা অক্ষরে অক্ষরে মনে রেখেছে।
আজ রাত ৯ঃ৩০ নাগাদ ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে মাটি দেওয়া হবে। রাহত ইন্দোরির বড় ছেলে ফাইসাল রাহত এই কথা জানান। ওনার শেষ যাত্রায় বেশি শুভাকাঙ্ক্ষী যোগ দিতে পারবেন না। আর তাঁর প্রধান কারণ হল, উনি করোনায় আক্রান্ত ছিলেন। ওনার শেষকৃত্য করার সময় করোনার সমস্ত নির্দেশিকা পালিত হবে।
উল্লেখ্য, রাহত ইন্দোরির করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ আসার পর রবিবার ৯ ই আগস্ট ওনাকে শ্রীঅরবিন্দ হাসপাতালে ভর্তি করানো হয়। ইন্দোরের কোভিড হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাহত ইন্দোরি হার্ট অ্যাটাকে মারা যান।
ওনার প্রয়াত হওয়ার খবর গোটা দেশে ছড়িয়ে পড়ার পর ওনার সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া পড়ে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সমস্ত রাজনৈতিক ব্যাক্তিত্ব শোক প্রকাশ করেন।