IPL-এ ডাক না পাওয়ার কারণে অবসাদে আত্মহত্যা করলেন তরুণ ক্রিকেটার।

বাংলাহান্ট ডেস্কঃ আশা করেছিলেন এবারের আইপিএলে সুযোগ পাবেন। সরাসরি আইপিএলে কোন ফ্রাঞ্চাইজির হয়ে না খেললেও অন্তত নেট বোলার হিসাবে সুযোগ পাওয়ার আশা করেছিলেন। কিন্তু আইপিএলের দিনক্ষণ ঘনিয়ে এলেও কোন দল তাকে ডাকেনি। আর এর থেকেই ঘটে গেল চুড়ান্ত পরিণতি। অবসাদে আত্মহত্যা করলেন তরুণ ক্রিকেটার করন তিওয়ারি। মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে সোমবার করণ তেওয়ারির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

করনের অ্যাপার্টমেন্ট থেকে কোন সুইসাইড নোট না পাওয়ার কারণে প্রাথমিকভাবে পুলিশের তরফে মনে করা হচ্ছে অবসাদ থেকেই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। 27 বছর বয়সী এই ডানহাতি পেসার তাঁর ঘনিষ্ঠ মহলে জুনিয়র ডেইল স্টেইন নামেই পরিচিত। দীর্ঘদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সয়ের নেটে ধারাবাহিকভাবে বোলিং করেছেন তিনি।

207927299aa76dcd27b1a8d31a781e2f2d99823db1cb5742e2ed6f31759933b3442952c1b

করনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে একজন দুর্দান্ত ফাস্ট বোলার ছিলেন করন। নিজের পারফরম্যান্সের ওপর বিশ্বাস রেখে বেশ কয়েক বছর ধরেই মুম্বাইয়ের বড় দলে সুযোগ খুঁজছিলেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই সুযোগ না পাওয়ায় তিনি অবসাদে ভুগতে থাকেন। অবশেষে সেই অবসাদ থেকে এই রকম চূড়ান্ত পরিণতি ঘটে গেল। ইতিমধ্যেই মুম্বাই পুলিশ করনের মৃত্যুর তদন্ত শুরু করে দিয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর