করোনা মহামারীর মধ্যে পাকিস্তান যাচ্ছেন চীনের রাষ্ট্রপতি

বাংলা হান্ট ডেস্কঃ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং (Xi Jinping) খুব শীঘ্রই পাকিস্তান (Pakistan) সফরে যাচ্ছেন, দেখা করবেন ইমরান খানের (Imran Khan) সাথে। ওনার যাত্রার এখনো তারিখ নির্ধারিত না হলেও উনি খুব শীঘ্রই যে পাকিস্তান সফরে যাচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। এই বছরের শুরুতেই চীনের রাষ্ট্রপতির পাকিস্তান সফরের রূপরেখা তৈরি হয়েছিল, গত জুন মাসেই ওনার পাকিস্তান যাত্রা কনফার্ম ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে ওনার পাকিস্তান যাত্রা স্থগিত হয়ে যায়। ২০২০ সালে চীনের রাষ্ট্রপতির এটি দ্বিতীয় যাত্রা হতে চলেছে, এর আগে তিনি মায়ানমার সফরে গেছিলেন এবছরে।

jinping imran 1 1

চীনের রাষ্ট্রপতি (China President) শি জিনপিং পাঁচ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন। ওনার শেষ পাকিস্তান সফর ২০১৫তে ছিল। আর তিনি তখন চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (China–Pakistan Economic Corridor) এর ৫১ টি প্রোজেক্টে স্বাক্ষর করেছিলেন। গোটা বিশ্ব জানে যে, বেজিং আর ইসলামাবাদ খুবই ঘনিষ্ঠ। আর এই বন্ধুত্বের আড়ালে চীন ধীরে ধীরে পাকিস্তানে নিজেদের প্রভাব সৃষ্টি করছে।

jinping imran 2

একদিকে নয়া দিল্লীর সাথে বেজিং এর সম্পর্ক যখন ধীরে ধীরে খারাপ হচ্ছে, তখন আরেকদিকে ইসলামাবাদ বেজিংয়ের সাথে আরও দৃঢ় সম্পর্ক সৃষ্টি করার জন্য বদ্ধপরিকর হয়েছে। চীন আর পাকিস্তান বন্ধুত্ব বাড়িয়ে ভারতকে চাপে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকদিকে, পাকিস্তানের এই আপ্রাণ চেষ্টা মধ্যে তাঁদের পুরনো বন্ধু সৌদি আরবের সাথে সম্পর্কে ফাটল ধরেছে। আর এই ফাটলের জেরে সৌদি আরব পাকিস্তানকে ধারে তেল দেওয়া আর ধার দেওয়া দুটোই বন্ধ করে দিয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর