বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, আবহাওয়ার (Weather) পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি দিন ধরে বাংলার দক্ষিণে সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। বাড়ছে আদ্রতা জনিত অস্বস্তি। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির আমেজ থাকলেও, গরম কিন্তু কমবে না।
মৌসুমি অক্ষরেখা এদিকে আবার দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে। তারউপর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আজই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে শহরের আকাশে ঝলমলে রোদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে বেলার দিকে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও, গরম কিন্তু কোনমতেই কমার নাম নিচ্ছে না।
উত্তরবঙ্গের পরিস্থিতি
টানা বেশ কয়েকদিন বৃষ্টির পরে কিছুটা বিরতি নিয়ে, আবারও বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির আশঙ্কা জানাচ্ছে আবহাওয়া দফতর।
দক্ষিণের আকাশ
দক্ষিণের মাঝে মধ্যে ভারী বৃষ্টিপাত ঘটলেও, বেশিরভাগ সময়টাই বৃষ্টিহীন থাকছে। ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির আশঙ্কা থাকলেও, প্যাচপ্যাচে গরম কমছে না।