বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে উঠে এল এক নিয়ম উলঙ্ঘনের চিত্র, যার ফলে বিপাকে পড়েছেন স্বয়ং পুলিশকর্তা। বর্তমান দিনে করোনার হাত থেকে রক্ষা পেতে প্রধান এবং সর্বোত্তম অস্ত্র হল মাস্ক। প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার সকলেই এই মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক করেছেন।
বর্তমান সময়ে পথচলতি মানুষ আর কিছু নিতে ভুলে গেলেও, মনে করে মাস্কটা ঠিক নিয়ে বেরোচ্ছেন। একে করোনার ভয়, আবার অন্যদিকে মাস্ক না পড়লে পুলিশের ঠেঙানি। তাই মাস্ক এখন মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে।
মাস্কবিহীন পুলিশকর্তা
সম্প্রতি উত্তরপ্রদেশের বনচী থানার ইনচার্জ সুভাষ চন্দ্র সিং পথলচলতি গাড়িতে মাস্কবিহীন যাত্রী এমনকি সাইকেল আরোহীদের থামিয়ে ফাইন কারছিলেন। মাস্কবিহীন যাত্রীদের থেকে ফাইন বাবদ চালান কাটার সময় তিনি নিজেই মাস্ক পরিহিত ছিলেন না। এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন খোদ পুলিশকর্তাই।
ফাইন দিতে হল পুলিশ আধিকারিককেও
মঙ্গলবার এবিষয়ে পুলিশ সুপার বলেছেন, ‘মাস্ক ব্যবহার বর্তমান সময়ে ব্যক্তি এবং তাঁর পরিবারকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। কিন্তু সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, তা দেখতে গিয়ে যদি আমাদের আধিকারিকই মাস্ক না পড়েন, তাহলে সমাজের কাজে কি বার্তা পৌঁছাবে?’
বনচী থানার ইনচার্জ সুভাষ চন্দ্র সিং মাস্ক না ব্যবহার করায় তাকেও ফাইন দিতে হয়। এবিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন, ‘বর্তমান সময়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে আমরা পুলিশ কর্মীরা কোন নিয়মেরই উর্দ্ধে নই। তাই এই পুলিশ কর্তাকেও ফাইন করা হয়েছে’।