ভারত, আমেরিকার পর ফ্রান্সের কাছেও ধরা পড়ে গেল চীনা tiktok-এর কারসাজি , প্রমাণিত হলে বড়সড় সাজা

বাংলাহান্ট ডেস্কঃ গত ২৯ জুন Tiktok, share it সহ চীনের (china) ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত (india)। প্রতিটির বিরুদ্ধেই ছিল তথ্যচুরির মারাত্মক অভিযোগ। তার অব্যাহতি পরেই টিকটিকের বিরুদ্ধে একই অভিযোগ তোলে মার্কিন যুক্তরাষ্ট্রও। টিকটকের বিরুদ্ধে এবার একই অভিযোগ আনল ফ্রান্সও।

tiktok 3

সম্প্রতি ফ্রান্স সরকারও সে দেশের নাগরিকদের ব্যাক্তিগত তথ্য চুরির অভিযোগ এনেছে বাইটডান্সের টিকটকের বিরুদ্ধে। জানা যাচ্ছে, মে মাসে বাইটডান্সের বিরুদ্ধে প্রথম এই অভিযোগ ওঠে৷ তারপরই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে CNIL. সূত্রের খবর অভিযোগ প্রমাণিত হলে টিকটকের বিরুদ্ধে কড়া অ্যাকশনে যাবে ফরাসি সরকার। ফ্রান্সের পাশাপাশি হল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশও তদন্ত শুরু করেছে টিকটকের বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত ২৯ জুন চীনের অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি। লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনার মাঝে ভারত সরকারের এই সিদ্ধান্ত চীনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

 

এরপর ভারতের মতই চীনা অ্যাপ বন্ধের পথে হেঁটেছে আমেরিকাও। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন। এর আগে তিনি সাক্ষাৎকারে ভারতের অ্যাপ ব্যান সম্পর্কে বলেছিলেন, “আমরা নির্দিষ্ট মোবাইল অ্যাপসের উপর ভারতের নিষেধাজ্ঞাকে স্বাগত জানাই … (এটি) ভারতের অখণ্ডতা এবং জাতীয় সুরক্ষা বাড়িয়ে তুলবে,”

সম্পর্কিত খবর