স্টুয়ার্ট ব্রডকে জরিমানা করলেন তার বাবা ক্রিস ব্রড

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছেন। কয়েক দিন আগে টেস্ট ক্রিকেটে 500 উইকেট এর মাইলফলক স্পর্শ করে বিশ্ব ক্রিকেটে নজির গড়েছিলেন ব্রড। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্টে জরিমানা দিতে হল স্টুয়ার্ট ব্রডকে।

প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন মাঠের ভিতরে অক্রিকেটীয় ভাষা ব্যবহার করেছিলেন স্টুয়ার্ট ব্রড। আর সেই কারণেই ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ড ব্রডের ম্যাচ ফির 15% কেটে নেওয়া হয়েছে। পাকিস্তানি ব্যাটসম্যান ইয়াসিরকে এমন কিছু ভাষার প্রয়োগ করেছিলেন ব্রড যা ক্রিকেটীয় আইনকে লঙ্ঘন করে। তারপরেই সেই ম্যাচের ম্যাচ রেফারি স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড স্বয়ং এই সিদ্ধান্ত নিয়েছেন। জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ারে। এই নিয়ে দু’বছরে তৃতীয় ভুল করলেন স্টুয়ার্ট ব্রড।

IMG 20200813 141530

এদিকে ম্যাচ ফি-র 15 শতাংশ জরিমানা হওয়ার পরই স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের বার্মি আর্মির এক টুইটের জবাবে লিখেছেন, “তিনি ক্রিসমাস কার্ড এবং গিফটের তালিকা থেকে বাদ।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর