২০১২ সালের সেই সিরিজে আমার বল দেখতেই পায় নি গম্ভীর, পাক পেসার মহম্মদ ইরফান

বাংলাহান্ট ডেস্কঃ সাত ফুট উচ্চতার বাঁহাতি পাকিস্তানি বোলার মহম্মদ ইরফান আগেই দাবি করেছিলেন যে তিনি নাকি প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীরের ক্যারিয়ার শেষ করে দিয়েছিলেন। এবার আরও একধাপ এগিয়ে ইরফান দাবি করলেন 2012 সালে ভারত- পাকিস্তান ওয়ানডে সিরিজে গৌতম গম্ভীর নাকি তার বল দেখতেই পাচ্ছিলেন না।

2012 সালে পাকিস্তান ক্রিকেট দল ভারত সফর এসেছিল। সেই সময় ভারতীয় ব্যাটিং লাইনআপ ছিল দারুন শক্তিশালী। ভারতীয় দলে ছিল বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, বিরাট কোহলির মত ব্যাটসম্যান। কিন্তু তাও সেই সিরিজ জিততে পারেনি ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের ফলাফল হয়েছিল 1-1 এবং ওয়ানডে সিরিজ 2-1 ফলাফলে হেরে গিয়েছিল ভারত।

207079814dcc884f417c0daee8d4288d5bedd7326795712b511b78f1966cad320b0e9659f

সেই পাঁচ ম্যাচে গৌতম গম্ভীরকে দু’বার আউট করে মহম্মদ ইরফান। সেই সিরিজে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল পাকিস্তানের সাত ফুট লম্বা এই বোলার। তারপরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ভারত- পাকিস্তানের সেই সিরিজে আমার বল দেখতেই পাচ্ছিলেন না গৌতম গম্ভীর।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর