বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু আত্মহত্যা নয়, খুন। এ নিয়ে আগেই সরব হয়েছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy)। এবার সিবিআই ও ইডির পর ফের NIA (National Investigation Agency) তদন্তের দাবি জানালেন সুব্রহ্মণ্যম স্বামী। সুশান্ত মামলায় সিবিআই ও ইডির পাশাপাশি NIA তদন্তের দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী।
সুশান্তকে মারার সময় অচেতন করার বন্দুক বা Stun Gun দিয়ে ব্যবহার করা হয়ে থাকতে পারে, এমন একটি টুইট সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া। ওই ব্যক্তি টুইটে লেখেন, ‘স্টান গান কেমন ভাবে ব্যবহৃত হয় ও ব্যবহারে শরীরে কেমন আঘাতের চিহ্ণ হয় সেই বিষয়ে পড়লাম। সেই একই রকম চিহ্ন। সুশান্তকে পঙ্গু করার জন্য স্টান গান ব্যবহার করা হয়েছিল।’
এই টুইটটি ভাইরাল হয়ে যায়। এরপরেই সুব্রহ্মণ্যম স্বামী এটি রিটুইট করে প্রশ্ন তোলেন, ‘আরব সাগরের পাশের কোন দেশ থেকে চোরাচালান করা হয়েছিল এই বন্দুকগুলি? NIA এর তদন্তে যোগদান করা উচিত এবার।’ এই মর্মে চিঠিও দেন তিনি প্রধানমন্ত্রীকে।
https://twitter.com/TheTrueWay0/status/1293313517194543105?s=19
Its the Prime Reason Why SSR died. Explained by Raju Wadhwa who practice Internal Medicine in California,USA
Plz go through this. You'll understand the whole thing behind how SSR might got murdered …#SCGiveJusticeToSSR pic.twitter.com/lxH31JncIP— $|)|° (@10Souradip) August 11, 2020
Were this gun smuggled from which Arabian Sea bordering country? NIA must now join the probe.
— Subramanian Swamy (@Swamy39) August 11, 2020
সেই চিঠির প্রাপ্তি প্রধানমন্ত্রী স্বীকার করেছেন বলে জানিয়েছেন সুব্রহ্মণ্যমের নিয়োগ করা আইনজীবী ইশকরণ ভান্ডারি। এরপরেই গুঞ্জন উঠেছে এবার সম্ভবত সুশান্ত মামলায় সিবিআই ও ইডির সঙ্গে NIA ও তদন্তে যোগদান করবে।
প্রসঙ্গত, যে অ্যাম্বুলেন্স চালক সুশান্তের মৃতদেহ তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁর দাবি, অ্যাম্বুলেন্সের মধ্যেও জীবিত ছিলেন সুশান্ত। অ্যাম্বুলেন্স চালকের বক্তব্য, যারা ফোন করে যোগাযোগ করেছিলেন তারা অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন। অভিনেতার দেহ যখন অ্যাম্বুলেন্সে তোলা হল তিনি তখনও জীবিত ছিলেন বলে দাবি করেন অ্যাম্বুলেন্স চালক।