স্বাধীনতা দিবসে প্রবল বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে :  আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়া : আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ এর জেলাগুলিতে। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট ঘূর্ণবাত ও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হবে রাজ্যে। ১৪ ও ১৫ আগস্ট মৎস্যজীবিদের সমুদ্রে যেতেও বারন করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

new 5 4
আগামীকালের আবহাওয়া/ weather tomorrow

উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে তা সামান্য।

আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল বাংলার বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুতসহ ঝড়ের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে সেই সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরমও।

আগামীকাল, সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সেইসঙ্গে বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫১% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%। বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৪০%।

সম্পর্কিত খবর