স্বাধীনতা দিবসের আগে মমতা সরকারের মন্ত্রী রিলিজ করলেন গান, শহীদদের জ্ঞাপন করলেন শ্রদ্ধা

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে বাংলার মন্ত্রী রাজীব ব্যানার্জীর (Rajib Banerjee) গাওয়া গানের ভিডিও ভাইরাল (Viral video) হয়ে উঠছে ধীরে ধীরে। শহীদদের সম্মান জানিয়ে তাঁর এই গান স্যোশাল মিডিয়ায় দারুণ সারা ফেলেছে। মুক্তিযোদ্ধা ও বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এই গান সকলের হৃদয় স্পর্শ করে গেছে।

পূর্বে গালওয়ান ঘাঁটিতে মৃত সৈনিকদের উদ্দেশ্যে তাঁর গাওয়া গান ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল। এবার এই ২০২০ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে মমতা সরকারের মন্ত্রীর গাওয়া গানও দারুণ ভাবেই শ্রোতাদের মন ছুঁয়ে গেছে।

1596315033 rajib

নিজের গাওয় গানের উদ্দ্যেশ্যে রাজীব ব্যানার্জী তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করে লেখেন, ‘দেশের বীর যোদ্ধারা যাদের কারণে আমরা নিরাপদে রয়েছি, তাঁদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি’।

https://www.facebook.com/watch/?v=2685321535064022

রাজীব ব্যানার্জী জানিয়েছেন, ‘আমি এই গানটি স্বাধীনতা দিবসের উদ্দ্যেশ্যে গেয়েছি। হ্যায় বতন, হ্যায় বতন, জানে যান জানে মন। দেশের স্বাধীনতার জন্য যারা বলিদান দিয়েছেন, সেসকল বীর শহীদদের উদ্দ্যেশ্যেই আমার এই গান। আগেও গালওয়ান ঘাঁটিতে মৃত সৈনিকদের উদ্দেশ্যে আমি একটি গান গেয়েছিলেম’।

Smita Hari

সম্পর্কিত খবর