সুশান্ত মামলায় মুম্বই পুলিসের বদলে সিবিআই তদন্ত, ফের বিতর্কিত মন্তব‍্য শিবসেনার সঞ্জয় রাউতের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় ফের একবার বিতর্কিত মন্তব‍্য করলেন শিবসেনা (shiv sena) নেতা সঞ্জয় রাউত (sanjay raut)। এই মামলায় সিবিআই (CBI) তদন্তকে বেআইনি তকমা দিয়ে ব‍্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেছেন, মোসাদ (Mossad) ও কেজিবিকেও (KGB) তদন্তে সামিল করানো হোক।
উল্লেখ‍্য, মোসাদ (Mossad) হল ইজরায়েলের একটি গোপন এজেন্সি এবং কেজিবি (KGB) সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগে পর্যন্ত তার সিক্রেট সার্ভিস ছিল। এর আগেও এমন বিতর্কিত মন্তব‍্য করার জন‍্য সুশান্তের পরিবারের তরফে আইনি নোটিশ দেওয়া হয়েছিল সঞ্জয় রাউতকে।


শিবসেনা তথা সঞ্জয় রাউতের বক্তব‍্য, সুশান্ত মামলায় সিবিআই তদন্তের কোনও প্রয়োজন নেই। মুম্বই পুলিস যথেষ্ট ভাল কাজ করছে। তাঁর কথায়, “ঘটনা মুম্বইতে ঘটল। পাটনাতে অভিযোগ দায়ের করা হল ও বিহার সরকার সিবিআই তদন্তের সুপারিশ করল। কেন্দ্রও তৎক্ষণাৎ সম্মতি দিয়ে দিল। এটা বেআইনি।”
তিনি আরও বলেন, “আমরা সিবিআইএর বিরোধী নই। কিন্তু মুম্বই পুলিস যখন আগে থেকেই তদন্ত করছে তখন সিবিআই কি করবে। লুকোনোর মতো কিছুই নেই। এবার মোসাদ ও কেজিবিকেও ডেকে আনুন।” সঞ্জয় রাউতের মতে, সুশান্তের পরিবারকে কিছুদিন চুপ করে থাকা দরকার। মুম্বই পুলিসকে তাঁর কাজ শেষ করতে দেওয়া উচিত।

এর আগে সঞ্জয় রাউত মন্তব‍্য করেন, সুশান্তের মা মারা যাওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করেন কে কে সিং। এরপরেই ধীরে ধীরে বাবার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সুশান্তের। বাবার সঙ্গে দেখা করতে অভিনেতা বেশি দেশের বাড়িতে যেতেনও না বলে মন্তব‍্য করেন সঞ্জয় রাউত। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে অভিনেতার পরিবার। নিজের মন্তব‍্যের প্রেক্ষিতে সঞ্জয় রাউত কে কে সিংয়ের কাছে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানান সুশান্তের পরিবার।

X