বাংলাহান্ট ডেস্ক: করোনা মহামারীতে একার উদ্যোগেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজে ব্রতী হয়েছিলেন সোনু সূদ (sonu sood)। দীর্ঘ লকডাউনের সময় তো বটেই, এখনও পর্যন্ত দরিদ্র মানুষের সাহায্যে কাজ করে চলেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন রাজ্যে ও বিদেশে আটকে পড়া ভারতীয়দেরও ফিরিয়ে আনছেন সোনু।
এবার ফের এক মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন অভিনেতা। লিভার প্রতিস্থাপনের (liver transplant) জন্য সুদূর ফিলিপিন্স (Philippines) থেকে ৩৯ জন শিশুকে ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই শিশুদের লিভার প্রতিস্থাপনের জন্য তাদের দিল্লিতে আসা খুব জরুরি। ফিলিপিন্স থেকে এই শিশুদের দিল্লি নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন সোনু।
অভিনেতার কাছে সাহায্য চেয়ে এক ব্যক্তি টুইট করেন, ‘ফিলিপিন্সের এই শিশুদের দিল্লি পৌঁছনো খুব জরুরি যাতে তাদের লিভার প্রতিস্থাপন করে প্রাণ বাঁচানো যায়। এই শিশুরা বাইলিয়ারি অ্যাট্রেসিয়া নামে রোগে আক্রান্ত। FICCI ফিলিপিন্স এই শিশুদের সাহায্য করার উদ্যোগ নিয়েছে। কিন্তু কোনও বিমান না থাকায় কয়েকজন শিশু মারাও গিয়েছে। ৩৯ জনের বিমান দরকার।’
টুইটের উত্তরে অবিলম্বে সোনু লেখেন, ‘চলুন এই অমূল্য জীবনগুলি রক্ষা করা যাক। আগামী দু দিন তাদের ভারতে নিয়ে আসা হবে। এই ৩৯ জন শিশুর ব্যাগ প্যাক করে নিন।’ জানা গিয়েছে, এই সব শিশুর বয়স মাত্র এক থেকে পাঁচের মধ্যে।
Let’s save these precious lives.
Will get them to India in the next two days.
Lining up for these 39 angels.
Pack their bags. ✈️ https://t.co/oY700MN4B2
— sonu sood (@SonuSood) August 13, 2020
প্রসঙ্গত, কিছুদিন আগেই ফিলিপিন্সের ম্যানিলা থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনার খবর জানিয়েছিলেন। তার আগে কিরঘিস্তানে আটক ভারতীয় ছাত্রদের উদ্ধারের জন্যও চার্টার বিমান পাঠান সোনু। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি।