রেখার কাছে বর্তমানে কোনো ফিল্ম বা বিজ্ঞাপন নেই, তবুও এইভাবে প্রতি মাসে কামাচ্ছেন কোটি কোটি টাকা !

বাংলাহান্ট ডেস্ক: রেখা (rekha) , নামটা শুনলে এখনও চোখের সামনে ফুটে ওঠে টানা টানা চোখের এক অসামান‍্য সুন্দরী মুখ। কোনও ছবি, বিজ্ঞাপনে (advertisement) আর দেখা না গেলেও আশির দশকের অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী, দ‍্য লিভিং লেজেন্ড এখনও একই রকম জনপ্রিয় সিনেপ্রেমীদের মধ‍্যে। গোটা কেরিয়ারে ১৮০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
১৯৭০ এ ‘সাওয়ান ভাদো’ ছবির হাত ধরে প্রথম বলিউডে প্রবেশ করেন তিনি। একটা সময় বছরে ৬-৮ টি ছবিও করেছেন অভিনেত্রী। তারপরে ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন রেখা। কখনও বছরে একটা দুটো বা কখনও কোনও ছবিই করেননি তিনি। এখন শুধু মাত্র অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা মেলে এই কিংবদন্তী অভিনেত্রীর। শেষবার ‘শামিতাভ’ ছবিতে দেখা গিয়েছিল রেখাকে।

913490 rekha 1
এমতাবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে কোনও ছবিতে অভিনয় না করেও লাইফস্টাইল একই রকম ভাবে কিকরে বজায় রেখেছেন অভিনেত্রী? দৃশ‍্যত অভিনয় জগৎ থেকে সরে আসলেও তাঁর কোনও প্রভাবই পড়েনি রেখার জীবন যাপনে। অনেকেই প্রশ্ন করেছেন কোনও রোজগার ছাড়াই কিভাবে এখনও বিলাসবহুল জীবন কাটাচ্ছেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, বান্দ্রার বাংলো ছাড়াও মুম্বই ও দক্ষিণ ভারতে বেশ কিছু সম্পত্তি রয়েছে রেখার। সেখান থেকে বছরে একটা মোটা অঙ্কের অর্থ ঢোকে তাঁর অ্যাকাউন্টে। এছাড়াও ন মাসে ছ মাসে একটা দুটো যাই ছবি করেন তা থেকেও ভাল রকম পারিশ্রমিক পান তিনি।

rekha21594785541
এছাড়া রাজ‍্যসভার সদ‍স‍্য হওয়ার দরুন সেখান থেকেও পারিশ্রমিক পান রেখা। সম্প্রতি অভিনেত্রীর এই বড় অঙ্কের পারিশ্রমিক নিয়ে বেশ সমারোচনা হয়েছিল কারন রাজ‍্যসভায় খুবই কম উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। ব‍্যক্তিগত অনুষ্ঠানের জন‍্যও মোটা অঙ্কের পারিশ্রমিক চান অভিনেত্রী।
তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও বেশিরভাগ অনুষ্ঠানই এড়িয়ে চলেন রেখা। তাঁর দীর্ঘদিনের সেক্রেটারি ফারজানা সব জায়গাতেই সঙ্গে দেন তাঁকে। জানা যায়, সঞ্চিত অর্থও যথেষ্ট বুঝে শুনে খরচ করেন রেখা।

Niranjana Nag

সম্পর্কিত খবর