এবার গ্রেম স্মিথের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ, উত্তাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

বাংলাহান্ট ডেস্কঃ আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ওপর পুলিশের অত্যাচারে তার মৃত্যু হয়। আর তারপরই সারা বিশ্বজুড়ে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। ক্রিকেটের মধ্যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সব থেকে বেশি প্রতিবাদ দেখা যায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। বর্ণ বৈষম্যে নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। ফের একবার বর্ণ বৈষম্যের ছায়া নেমে এল দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে।

এবার বর্ন বৈষম্যের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার থামি সোলেকিলে। তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক গ্রেম স্মিথের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে, তার ক্যারিয়ারে শেষের দিকে তাকে অন্যায় ভাবে দল থেকে বাদ দিয়েছিলেন গ্রেম স্মিথ। তিনি অভিযোগ করেছেন মার্ক বাউচারের চোখে আঘাত লেগেছিল তিনি খেলতে পারেননি কিন্তু তার স্বত্তেও শুধুমাত্র আমার গায়ের রং কালো বলে আমাকে মাঠে নামাননি গ্রেম স্মিথ।

145773334df926270407c914ea70834823f00febb576647f7e625c47026b7233767a3feae

যদিও বর্ণবৈষম্যের এই অভিযোগ পুরোপুরিভাবে উড়িয়ে দিলেন তৎকালীন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি বলেন একজন অধিনায়ক হিসাবে দলের প্রত্যেক ক্রিকেটারকে খুশি রাখা কখনোই সম্ভব নয়। সেই সময় আমি যা করেছিলাম টিম ম্যানেজমেন্ট এর সঙ্গে পরামর্শ করেই করেছিলাম। সেখানে আমার কোন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। এখানে বর্ণবৈষম্যের কোন সম্ভাবনাই নেই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর