বাংলাহান্ট ডেস্কঃ করোনা প্রাণ কেড়ে নিল আরও এক নক্ষত্রের। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান। প্রাক্তন এই ভারত ওপেনার গত জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। যেদিন অমিতাভ বচ্চনের করোনা রিপোর্ট ধরা পড়ে সেই দিনই চেতন চৌহানের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
করোনা আক্রান্ত হওয়ার পর চেতন চৌহানকে ভর্তি করা হয় লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখানে থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে।
চেতন চৌহানের করোনা সমস্যা মেটার আগেই তার কিডনিতে সমস্যা দেখা দিতে শুরু করে। আর তার ফলে বাধ্য হয়ে ডাক্তাররা তাকে ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট দিয়ে রাখতে বাধ্য হন। কিন্তু ক্রমশই তার মাল্টি অর্গান ফেল করতে শুরু করে। অবশেষে রবিবার না ফেরার দেশে চলে গেলেন প্রাপ্তন এই ভারত ওপেনার। চেতন চৌহানে মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রিড়া মহলে।