যাত্রীভোগান্তি কমাতে নতুন অ্যাপ নিয়ে এল কলকাতা মেট্রো,  জেনে নিন কি কি সুবিধা পাবেন

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের সব চেয়ে পুরোনো মেট্রো রেল কলকাতা মেট্রো (kolkata metro)। ভারতীয় রেল (indian railway) শহরের মেট্রো রেলের দ্বায়িত্ব পাওয়ার পর যেমন নজর দিয়েছে এর সম্প্রসারণে তেমনই প্রযুক্তির সাথে ঘটিয়েছে মেলবন্ধনও। এবার যুগের সাথে তাল মিলিয়ে কলকাতা মেট্রো নিয়ে এল নতুন অ্যাপ।

kolkatametro pti1

মেট্রোতে যারা নিয়মিত সফর করেন তারা জানেন অফিস টাইমে মেট্রো যাত্রা যথেষ্ট ভোগান্তির। টিকিট সংগ্রহ করতে হলে লেগে যায় এক যুগ। যাদের মেট্রো রেলের  কার্ডের ব্যালেন্স শেষ হলেও দাঁড়াতে হয় লম্বা লাইনে। পাশাপাশি,  রেলের সময় পরিবর্তন বা অন্যান্য জিনিস না জানা থাকলেও পড়তে হয় বেজায় অসুবিধায়৷ এবার এই সব সমস্যা সমাধান করতেই অ্যাপ নিয়ে এল কলকাতা মেট্রো। শনিবার থেকেই গুগল প্লেস্টোরে রয়েছে অ্যাপটি।

1568006617 Kolkata metro PTI

প্যাসেঞ্জার সার্ভিস আপডেট, স্টেশন ইনফরমেশন, ট্রেনের সময় সারণী, ফেয়ার স্ট্রাকচার, ইনস্ট্রাকশনস ফর প্যাসেঞ্জার, সিকিউরিটি চেক এর মতো গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি এই অ্যাপটির সাহায্যে আপনি স্মার্ট কার্ড রিচার্জও করতে পারবেন বলে জানা যাচ্ছে  মেট্রোরেল সূত্রে।

images 15 11

প্রসঙ্গত, ভারতীয় রেলের (indian railway) তরফে জানানো হয়েছে এই বছর পুজোতেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন,  তারপরই কলকাতা মেট্রো যুক্ত করতে চলেছে কলকাতার দুই প্রসিদ্ধ কালীক্ষেত্র কালীঘাট ও দক্ষিণেশ্বরকে।

Kolkata Metro

এর ফলে দুই তীর্থক্ষেত্রের দূরত্ব দাঁড়াতে চলেছে মাত্র ১৫ মিনিটের। এক রেল আধিকারিকের কথায়, অন্য শহর থেকে যে সমস্ত মানুষ কলকাতা আসেন,  তারা এবার খুব সহজেই কালীঘাট-দক্ষিণেশ্বর-বেলুড় মঠ দর্শন করতে পারবে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব মাত্র ১০ কিমি হওয়ায় খুব কম সময়েই ভ্রমণ সেরে ধরা যাবে ফ্লাইটও।

সম্পর্কিত খবর