টলিউডে বাড়ল বিজেপির ক্ষমতা, তৃণমূলের চোখ রাঙ্গানী উপেক্ষা করে গেরুয়া শিবিরে যোগ ১২০ কলাকুশলী

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই নির্বাচন, এই সময় দল সাজাচ্ছে তৃণমূল (All India Trinamool Congress) বিজেপি (Bharatiya Janata Party) সকলেই। রাজনৈতিক দুনিয়ায় নিজেদের কর্তৃত্ব কায়েম রাখতে চলেছে দলে ভাঙ্গা গড়ার খেলা। এরই মধ্যে স্বাধীনতা দিবসেই সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে গেরুয়া শিবিরে যোগদান করলেন টলিউডের (Tollywood) বিরাট সংখ্যক কলাকুশলী।

দল বদল টলিউডে
টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানের প্রায় ১২০ জন কলাকুশলী শনিবার শাসক দলকে পরোয়া না করেই যোগ দিয়েছে বিজেপি সমর্থিত বঙ্গীয় চলচ্চিত্র সংস্কৃতি সংঘ বা বিসিএসএসতে। টলিউড ইন্ড্রাস্ট্রিতে এই পরিবর্তনের হাওয়া ভাবাচ্ছে তৃণমূলকে।

xbjp flags oneindia 155220920190409175642

বিজেপিতে যোগ বিরাট সংখ্যক
চলচিত্র জগতের কলাকুশলীরা বিজেপিতে যোগদান করায় বাংলা ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে পাল্লা ভারী হচ্ছে বিজেপির। শাসক দলের কোন হুমকিই আর কাজে দিচ্ছে না। এই ভাঙনের বিষয়ে মিলন চৌধুরি জানিয়েছেন, ‘তৃণমূলের বিশ্বাস গড়ে ভাঙ্গন ধরাতে পেরেছে বিসিএসএস। আমারা আশা রাখছি, জেলা সভাপতি সোমনাথ ব্যানার্জীর মাধ্যমে আরও উন্মুখ থাকা ২৫০০ থেকে ৩০০০ কলাকুশলীদের বিজেপিতে যুক্ত করিয়ে দেব’।

আমন্ত্রণ জানানো হল সাদরে
দল বদলে নতুন সদস্যদের দলে স্বাগত জানালেন বিজেপি নেত্রী তথা টলিউডের নায়িকা কাঞ্চনা মৈত্র, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতি সোমনাথ বন্দোপাধ্যায়রা। পাশাপাশি ৯৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি নেতা দিলীপ চন্দের উদ্যোগে তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় ৫০ জন বিজেপিতে স্বইচ্ছায় যোগদান করেন।

পতাকা উত্তোলন বিভ্রাট
দল ভাঙ্গনের ফলে স্বাধীনতা দিবসে মাঝ রাতে পতাকা উত্তোলন নিয়ে গোলযোগের সৃষ্টি হয়। বিজেপির পতাকার উপর তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেইসঙ্গে শাসক দলের বিরুদ্ধে উঠেছে হুমকিই দেওয়ার অভিযোগও। এবিষয়ে মিলন চৌধুরি বলেছেন, ‘আমরা ওদের মতই নই। আমরা অন্যদের সম্মান দিতে জানি। তাই ওদের পতাকাকে অসম্মান করে খুলে দিই নি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর