বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার সৃষ্টি হচ্ছে নিম্নচাপ। আজকের আবহাওয়ার (Weather today) রিপোর্ট জানাচ্ছে, আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে। চলতি মাসে বেশ কয়েকটি পরপর নিম্নচাপ সৃষ্ট হয়েছে বঙ্গোপসাগর থেকে। তবে তাঁর বেশিরভাগটাই চলে গিয়েছে ওড়িশার দিকে।
এবার ধীরে ধীরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ। এর ফলে এবার কলকাতা সহ বাংলার দক্ষিণে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে বাতাসের আদ্রতার ভাগ বেশি থাকায় গরম কমবে না।
আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকাল থেকেই শহরের আকাশ হালকা মেঘাচ্ছন্ন। রোদের প্রকাশ ঘটলে, আবারও কালো মেঘ এসে তা ঢেকে দিচ্ছে। আজ বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টির আভাষ দিয়েছিল আবহাওয়াবিদরা। তবে এবার জানাচ্ছে, বুধবার নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়ে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার নাগাদ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, এবছর উত্তরের বেশ কয়েকটি জেলায় বন্যা দেখা দিলেও, এখনও অবধি দক্ষিণে কোন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। উত্তর অপেক্ষা দক্ষিণে বৃষ্টির পরিমাণ অনেক কম এবছর।