ছিঁটেফোটা বৃষ্টি ; শহর কলকাতার সঙ্গী অস্বস্তিকর আর্দ্রতা : আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : সকাল থেকেই বার বার আকাশ ঢাকছে মেঘে, সর্বোচ্চ তাপমাত্রার পারদ কমলেও গুমোট গরম আর অস্বস্তিকর আর্দ্রতার পার্টনারশিপ এই মুহুর্তে জমে উঠেছে শহর কলকাতায়। সবমিলিয়ে, ফের একবার আর্দ্রতা মাথাব্যথার কারন শহরবাসীর।

banner oes hot mobile

শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা বেশ কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা এখনো স্বাভাবিকের চেয়ে উপরে৷ বেশ কিছু জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বেশির ভাগ এলাকাতেই তা নামমাত্র।

rain 10
Kolkata Dark clouds & heavy wind covers the sky of Kolkata near Howarh Bridge on the first day of Monsoon in Kolkata on Thursday.PTI Photo(PTI6_11_2015_000162B)

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই মুহুর্তে উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর সুস্পষ্ট নিম্নচাপটি সরে গিয়ে অবস্থান করছে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর। আবার অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে বুধবার থেকে বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়াবিদরা।

56508d0f1932f7267108c1db558c43a1

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায় কয়েকদিনের মধ্যেই প্রবল বৃষ্টিপাত আসন্ন। সেইসঙ্গে থাকবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস।

IMG 20200818 080556
আজকের আবহাওয়া/ Weather today

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে, সমুদ্রে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য সতর্কবার্তা জারী করা হয়েছে। সেইসঙ্গে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

সম্পর্কিত খবর