বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতকে (kangana ranawat) ‘অর্ধ শিক্ষিত’ বলে তোপ দাগলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (nasiruddin shah)। বলিউডে মুভি মাফিয়াদের উদ্দেশে সরব হওয়ায় নাসিরুদ্দিন কটাক্ষ করেন, একজন অর্ধ শিক্ষিত অভিনেত্রী কি বলছেন তা জানতে কারওর আগ্রহ নেই।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ স্পষ্ট দাবি করেন, বলিউডে কোনও মাফিয়া নেই। একজন অর্ধ শিক্ষিত উঠতি অভিনেত্রীর কথা কারওর শোনার আগ্রহ নেই। পাশাপাশি তিনি আরও বলেন, “সুশান্তের জন্য বিচার চাওয়ার দায়িত্ব তো যেন উনি নিজের কাঁধেই তুলে নিয়েছেন। বিচার ব্যবস্থায় বিচার রাখতে হবে সকলকে। এটা কারওর ব্যক্তিগত বিষয় নয়।”
Naseer ji is a great artist, itne mahan kalakar ki toh gaaliyaan bhi bhagwan ke parshad ki tareh hain,I rather watch amazing conversation we had about cinema and our craft last year and you told me how much you appreciate me… 🙏 https://t.co/ZVXKVC4n66
— Kangana Ranaut (@KanganaTeam) August 18, 2020
নাসিরুদ্দিন বক্তব্যের পাল্টা দিয়েছেন কঙ্গনা রানাওয়াতও। তাঁর সোশ্যাল মিডিয়া টিমের তরফে টুইটে লেখা হয়েছে, ‘নাসির জি একজন বড় মাপের অভিনেতা। এমন একজন মহান শিল্পীর গালিও তো ভগবানের প্রসাদের মতো। আমাদের সিনেমা নিয়ে পুরনো সাক্ষাৎকারগুলো দেখি, আপনি আমাকে প্রশংসা করেছিলেন।’ টুইটে আরও লেখা হয়, ‘আমি যদি প্রকাশ পাডুকোন বা অনিল কাপুরের মেয়ে হতাম তাহলে কি আপনি এমনটাই বলতেন?’
Thank you Naseer ji, you weighed all my awards and achievements which non of my contemporaries have on the scale of nepotism,I am used to this but would you say this to me if I were Parkash Padukone/Anil Kapoor’s daughter ? 🙂 https://t.co/yA59q7Lwbf
— Kangana Ranaut (@KanganaTeam) August 18, 2020
অপরদিকে নাসিরুদ্দিনের এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল, সমালোচনা। অনেকেই কঙ্গনাকে সমর্থন করে নাসিরুদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
The arrogance of this guy shows his class.
Cheap bigots #NaseeruddinShah pic.twitter.com/XMt9cnNKvr— Gitanjali D.S🇮🇳 (@Gitanjali_DS) August 18, 2020
প্রসঙ্গত, সম্প্রতি কঙ্গনার টিমের তরফে ‘মাফিয়া’দের নাম নিয়ে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘আমার বন্ধুরা হয়তো আমার কথাবার্তা ভিত্তিহীন মনে করবে। বেশিরভাগ সময়ে আমি মুভি মাফিয়া, তাদের অনৈতিক, হিন্দুত্ববাদী চক্রকে উদ্দেশ্য করে সরব হই। কিন্তু আমি জানি আমার সময় সীমিত। ওরা যেকোনও সময় আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। আমার অনেক কিছু বলার আছে। এই সময়টা আমি ওদের ফাঁস করার কাজেই লাগাব।’