বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত (supreme court)। এর আগে সুশান্ত মামলার তদন্ত বিহার থেকে মুম্বই নিয়ে আসার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। বুধবার তার শুনানিতে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে মহারাষ্ট্র পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তে সাহায্য করার জন্য।
এর আগেই কেন্দ্রের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছিল সুশান্ত মামলায় বিহার সরকারের করা সিবিআই তদন্তের সুপারিশ গ্রহণ করা হয়েছে। অবশেষে শীর্ষ আদালতও সিবিআই তদন্তের পক্ষেই রায় দিল।
https://twitter.com/akshaykumar/status/1295964740296929281?s=19
Supreme Court orders CBI investigation in #SushantSinghRajput death case https://t.co/vtrUwi8zu5
— ANI (@ANI) August 19, 2020
প্রসঙ্গত, এর আগে বিহার পুলিসের সুশান্ত মামলার তদন্ত করা সম্পূর্ণ বেআইনি এবং এমতাবস্থায় এই মামলার তদন্ত সিবিআইকে দেওয়া বেআইনি হবে বলে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেন রিয়া চক্রবর্তী। সেই আবেদনেরই শুনানিতে বুধবার সুশান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, পটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় মামলা দায়ের হয়।
একাধিক গুরুতর অভিযোগ এনে ছয় পাতার একটি এফআইআর দায়ের হয় রিয়ার বিরুদ্ধে। সুশান্তের বাবা অভিযোগ করেন, রিয়া ষড়যন্ত্র করে অভিনেতাকে মানসিক রোগী বানাতে চাইছিলেন। সেই কারনে তাঁর ওষুধের মাত্রাও বাড়িয়ে দিয়েছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, সুশান্তের মাধ্যমে বলিউডে উপরে ওঠার চেষ্টা করছিলেন রিয়া। তাই অভিনেতার কোনও ছবির প্রস্তাব আসলে রিয়াই ফোনে কথা বলতেন পরিচালক প্রযোজকদের সঙ্গে। রিয়া বলতেন, যদি তাঁকে ছবিতে মুখ্য অভিনেত্রীর চরিত্র দেওয়া হয় তবেই সুশান্ত এই ছবি করতে রাজি হবে।
অপরদিকে ওষুধের মাত্রা বাড়িয়ে সুশান্তকে কার্যত মানসিক রোগীতে পরিণত করছিলেন রিয়া। তিনি অভিনেতাকে হুমকিও দিতেন এই বলে যে তাঁকে বাধা দিলে তাঁর মেডিক্যাল রিপোর্ট ভাইরাল করে দেবেন।
সুশান্তের বাবার অভিযোগ অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা হাতিয়েছেন রিয়া। লক্ষাধিক টাকা সুশান্তের কাছ থেকে আদায় করেন রিয়া ও তাঁর ভাই। এমনকি রিয়া ও তাঁর ভাইয়ের নামে একটি কোম্পানিও খুলে দেন সুশান্ত।