চীনের ল্যাব থেকেই লিক হয়েছিল করোনা ভাইরাস! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল দুই আমেরিকান বৈজ্ঞানিক

Bangla Hunt Desk: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ভাগ থেকেই আমেরিকা (America) চীনের (China) বিরোধ তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদাই চীনা রাষ্ট্রপতি শি জিনপিংকে দোষী সাবস্ত করে এসেছেন। জনসভা কিংবা আন্তর্জাতিক বৈঠক, সব ক্ষেত্রেই চীনকে এই মারণ ভাইরাসের জন্য দোষ দিয়েছে আমেরিকা। তবে এবার মার্কিন দুই বৈজ্ঞানিকের পেশ করা তথ্য দেখে চমকে উঠল গোটা বিশ্ব।

সমগ্র বিশ্ব বর্তমানে করোনা (Covid-19) আতঙ্কে জর্জরিত। এই পরিস্থিতিতে আমেরিকার (America) দুজন বৈজ্ঞানিক এমন এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরল, যা শুনে তাজ্জব বলে গেল গোটা বিশ্ব। তাঁদের দাবী, ২০১৯-এর শেষভাগ নয়, চীনে করোনা ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মিলেছে ২০১২ সালেই। মাত্র ৮ মাস পূর্বে নয়, আজ থেকে ৮ বছর আগেই চীনে এই মারণ রোগের আবির্ভাব হয়েছিল।

china 37

বৈজ্ঞানিকদের ব্যাখ্যা
ডঃ জনাথন লাথম এবং ডাঃ এলিসন উইলসন জানিয়েছেন, চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান্নান প্রান্তে মোজিয়াং খাদানেই এই ভাইরাসের প্রথম উৎপত্তি হয়। ২০১২ সালে বেশ কয়েকজন শ্রমিককে ওই অঞ্চলের বাঁদুরের মল পরিষ্কার করতে পাঠানো হয়েছিল। ওখানে ১৪ দিন অতিবাহিত করার পর ৬ জন শ্রমিক মারাত্মক রকম ভাবে জ্বর, সর্দি, কাশি এবং সর্বোপরি শ্বাস কষ্টে আক্রান্ত হয়।

করোনা ভাইরাসের সঙ্গে মিল রয়েছে
এই রোগ লক্ষণের সঙ্গে বর্তমান দিনের করোনা ভাইরাসের অনেক সামঞ্জস্য রয়েছে। বলা বাহুল্য, ওই সময়ে অসুস্থ শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজনের পরবর্তীতে ভয়ানক মৃত্যুও হয়েছিল। এই তথ্য চীনের চিকিৎসক লি জু-এর মাস্টার্স থিসিসের থেকে জানা গেছে। বর্তমানে এই বৈজ্ঞানিকরা দাবী করেছেন, ২০১২ সালের ওই অসুস্থ শ্রমিকদের রোগের স্যাম্পেল ল্যাব থেকে লিক হয়েই বর্তমান দিনে করোনা ভাইরাস সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে।

Stanford University Offering CS472 Data science AI for COVID 19

চলছে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা
প্রসঙ্গত, করোনা ভাইরাসে কবলে পরে সমগ্র বিশ্বে এখনও আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা লক্ষাধিক। সঠিক প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে নিয়োজিত রয়েছেন গবেষকরা। এই দৌড়ে রাশিয়া এগিয়ে থাকলেও, অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভ্যাকসিন তৈরির কাজ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর