বাংলা হান্ট ডেস্কঃ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর (Pranab Mukherjee) শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। হাসপাতালের তরফ থেকে বুধবার জারি করা হেলথ বুলেটিন অনুযায়ী, প্রণব মুখার্জীর শ্বাসযন্ত্রে সংক্রমণের আশঙ্কা বেড়েছে। ওনাকা লাগাতার ভেন্টিলেটরেই রাখা হচ্ছে। ডাক্তারদের বিশেষ টিম ওনার শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখছে।
There has been a decline in the medical condition of Former President Pranab Mukherjee as he has developed features of lung infection. He continues to be on ventilatory support & is currently being managed by a team of specialists: Army Research&Referral Hospital,Delhi
(file pic) pic.twitter.com/ZVYVj3kLF6— ANI (@ANI) August 19, 2020
জানিয়ে দিই, ৮৪ বছর বয়সী প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে দিল্লীর সেনা হাসপাতালে ১০ ই আগস্ট ভর্তি করানো হয়। মাথায় রক্ত জমার কারণে ওনার ব্রেন সার্জারি করা হয়। এছাড়াও তিনি করোনায়ও আক্রান্ত হয়েছে। তখন থেকেই ওনাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
On a visit to the hospital for a separate procedure, I have tested positive for COVID19 today.
I request the people who came in contact with me in the last week, to please self isolate and get tested for COVID-19. #CitizenMukherjee— Pranab Mukherjee Legacy Foundation- PMLF (@CitiznMukherjee) August 10, 2020
মঙ্গলবার হাসপাতালের তরফ থেকে বয়ান জারি করে বলা হয় যে, ‘শ্রী প্রণব মুখার্জীর স্বাস্থে কোন বদল আসে নি। ওনাকে এখনো ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।” জানিয়ে দিই, ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত প্রণব মুখার্জী দেশের রাষ্ট্রপতি পদ সামলেছিলেন।