বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় ফের উঠে এল মহেশ ভাটের (mahesh bhatt) নাম। পরিচালকের সহকারী লেখিকা সুহৃতা দাসের (suhrita das) একটি ফেসবুক পোস্ট ফের সোশ্যাল ভিডিয়ায় ভাইরাল (viral) হচ্ছে যেখানে সুশান্তের মৃত্যু নিয়ে রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) সান্ত্বনা দিতে দেখা গিয়েছে তাঁকে।
সুহৃতা দাসের এই ফেসবুক পোস্টটি আগেও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পরে পোস্টটি ডিলিট করে দেন তিনি। কিন্তু একটি বিষয় নেটিজেনদের অত্যন্ত সন্দেহজনক লেগেছে। সুহৃতা সুশান্তের মৃত্যু নিয়ে পোস্ট করেন ১৪ জুন সকাল ১১টার কয়েক মিনিট পরে। কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে সুশান্তের মৃত্যুর খবর প্রথম জানা যায় তারও দু ঘন্টা পর অর্থাৎ ১টা নাগাদ।
এমন অবস্থায় প্রশ্ন উঠছে সকাল ১১টাতেই কিকরে সুশান্তের মৃত্যু নিয়ে পোস্ট করলেন সুহৃতা? খবর অনুযায়ী, সেই সময় সকলে সুশান্তের ঘরের লক খোলার জন্য নকল চাবি বানানোর জন্য ব্যস্ত ছিলেন। তাহলে কি তিনি আগে থেকেই জানতেন অভিনেতার মৃত্যুর খবর। পোস্টটি ভাইরাল হয়ে যাওয়াতে আগেই ডিলিট করে দেন সুহৃতা।
https://twitter.com/nepotismhood/status/1294918583110127616?s=19
পোস্টে রিয়াকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন, ‘যখন সকলে সুশান্ত সিং রাজপুতের জন্য দুঃখপ্রকাশ করছে, আমি তোমার পাশে আছি। আমি দেখেছি কিভাবে তুমি তাঁকে সামলানোর চেষ্টা চালিয়ে গিয়েছ। একজন মা ও দেশবাসী হিসাবে আমার কর্তব্য সবাইকে বলা যে অবসাদের জন্য মেডিক্যাল সায়েন্সের কাছে কোনও ওষুধ নেই।’
তিনি আরও লেখেন, ‘যখনই তুমি ভাট সাহেবের অফিসে ছুটে আসতে সুশান্তের জন্য পরামর্শ নিতে আমি তোমার স্ট্রাগলটা লক্ষ্য করতাম। সুশান্তের বাড়ির ছাদের সেই দিনটা কোনওদিন ভুলব না। সবকিছু মনে হচ্ছিল ঠিক আছে। কিন্তু ভেতরে ভেতরে ও দূরে সরে যাচ্ছিল। স্যার সেটা দেখেছিলেন। সেই জন্যই তিনি পরভিন বাবির উদাহরণ টেনে বলেছিলেন সুশান্তের থেকে দূরে সরে যেতে নাহলে ও তোমাকে নিয়ে ডুববে। তোমার পক্ষে যতটা সম্ভব তার থেকে অনেক বেশি করেছ তুমি।’
এর আগে বয়ান রেকর্ডের জন্য মহেশ ভাটকে ডেকে পাঠায় মুম্বই পুলিস। তখন গুঞ্জন শোনা গিয়েছিল সুহৃতা দাসের এই পোস্টের প্রসঙ্গেও পরিচালককে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস।