বাংলা হান্ট ডেস্কঃ সীমান্ত সুরক্ষা বাহিনী (Border Security Force) পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে দুই বাংলাদেশি (bangladesh) যুবতীকে মানব পাচারকারীদের হাত থেকে উদ্ধার করল। আধিকারিকরা জানান, ১৮ ই আগস্ট জওয়ানরা মানব পাচারকারী নিয়ে গোপন খবর পেয়েছিল। এরপর রানাঘাটে একটি স্পেশ্যাল ফোর্স পাঠানো হয়। সেখানে রাত ৯ টা নাগাদ একটি মোটর সাইকেলে করে তিনজনের সন্দেহ ভাজন গতিবিধি নজরে আসে। জওয়ানরা যখন ওই মোটর বাইককে থামার জন্য বলে, তখন তাঁরা গাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়।
তাঁদের পিছু নেওয়ার পর জওয়ানরা দুজন মহিলাকে ধরে ফেলে। আর মোটর সাইকেল চালক অন্ধকারের সুযোগে পালাতে সক্ষম হয়। ধৃত মহিলারা জানান যে, তাঁদের অজ্ঞাত ভারতীয় দালালের কাছে বনগাঁতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেখানে তাঁদের বিউটি পার্লারের কাজ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। বেশীরভাগ সময় মানব পাচারকারীরা কম শিক্ষিত মেয়েদের বিউটি পার্লারে কাজ দেওয়ার নাম করে দালালদের কাছে বিক্রি করে দেয়। কিন্তু এবার BSF এর তৎপরতায় দুই বাংলাদেশি যুবতী সেই চক্র থেকে উদ্ধার হয়।
মানব পাচারকারীদের চক্র থেকে বাঁচানোর পর যুবতীদের মেডিকেল করানো হয় আর বাজেয়াপ্ত হওয়া মোটর সাইকেল, ভারতীয় টাকা এবং মোবাইল ফোনকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এখন আশা করা হচ্ছে যে, এই প্রমাণ গুলোকে কাজে লাগিয়ে পুলিশ মানব পাচারকারী গ্যাংয়ের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে সক্ষম হবে।