মৃত্যুর আগে ধোনির মারা সেই ছক্কা আরেকবার দেখতে চাই, সুনীল গাভাস্কার

বাংলাহান্ট ডেস্কঃ 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারে শেষ সময়ে কুলশেখরার বলে লম্বা ছক্কা মেরে 28 বছর পর ভারতকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির মারা সেই শটটাই ভারতীয় ক্রিকেটে ‘আইকনিক শট’ হিসেবে রয়ে গিয়েছে। ধোনির মারা সেই শটটাই মৃত্যুর আগে আরেকবার দেখতে চান প্রাক্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার।

স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যেবেলায় হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির এইভাবে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর খবর পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রিকেট পাগল ভারতবাসী। আবেগপ্রবণ হয়ে পড়েন প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও।

204310810204655170b6220b23b0600a56153a57916fefdd15759c06e7c0b00f398f04717

2011 বিশ্বকাপের কয়েকদিন পরেই হয়েছিল আইপিএল। আর আইপিএলে চেন্নাইয়ের ম্যাচে ধোনির সঙ্গে দেখা হয়েছিল সুনীল গাভাস্কারের। সেই সময় সুনীল গাভাস্কার ধোনিকে বলেছিলেন মৃত্যুর আগে আমার হাতে যদি কয়েক মিনিট সময় থাকে তাহলে আমি তোমার মারা সেই ছক্কাটা দেখেই মরতে চাই। বিশ্বকাপ ফাইনালে তোমার মারা সেই ছক্কাটা আমার খুব প্রিয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর