প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই পারেন ধোনিকে বিশ্বকাপে ফেরাতে, শোয়েব আখতার

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা বেলায় হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেটে চিরতরে বিদায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও আইপিএলে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে খেলা চালিয়ে যাবেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু ভারতীয় দলের নীল জার্সি গায়ে আর দেখা যাবে না প্রাক্তন ভারত এই অধিনায়ককে। ধোনির অবসর নেওয়ার পরে অনেকেই দাবি করেছেন যে এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন মাহি।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও করোনা ভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে। আর তাই নিজের অবসর দীর্ঘায়িত করতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সমস্ত দিক বিচার বিবেচনা করেই তিনি স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন।

1664490970987e8d73a47afbd02af369e99633ae496efcac17bc44644eedfcf2c92f6cbfa

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একজন বড় ভক্ত পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ধোনির খেলায় মুগ্ধ শোয়েব আখতার মনে করেন, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য মহেন্দ্র সিং ধোনিকে অনুরোধ করতে পারেন একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একমাত্র নরেন্দ্র মোদির অনুরোধই ফেলতে পারবেন না ধোনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর