মোদী সরকারের ‘১ টাকার স্যানিটারি ন্যাপকিন’ প্রকল্পের মজা উড়ালেন কংগ্রেস নেতা, মহিলাদের করলেন অপমান

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে মহিলাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi) অপমানের কারণে কংগ্রেস (Indian National Congress) নেতা পঙ্কজ পুনিয়া (Pankaj Punia) সংবাদের শিরোনামে উঠে এসেছেন। প্রধানমন্ত্রীর ভারতীয় জন ধন যোজনা ঔষধি কেন্দ্র গুলিতে স্বল্প মূল্যে বিক্রি হওয়া স্যানিটারি ন্যাপকিন নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রীর পদক্ষেপ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যানিটারি ন্যাপকিন তৈরির জন্য বড় পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর ভারতীয় জন ধন যোজনা ঐষধি কেন্দ্র গুলি থেকে স্বল্প মূল্যেই মহিলাদের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়। গ্রামীণ অঞ্চলে মেয়েদের ও মহিলাদের জন্য রজঃস্রাবের স্বাস্থ্যবিধি সহজলভ্য এবং সুবিধাভোগী করার জন্য এই ব্যবস্থা করেছেন তিনি।

Pankaj Punia 696x696 1

কংগ্রেস নেতার মন্তব্য
প্রধানমন্ত্রী মোদীর এই কৃতজ্ঞতা এবং প্রশংসার বিরুদ্ধে হরিয়ানা কংগ্রেস নেতা পঙ্কজ পুনিয়া কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘কি কমলা, ঘুমিয়ে পড়েছ? তবে বলব পারলে কোন দিন এই এক টাকার স্যানিটারি ন্যাপকিন নিজেরাও ব্যবহার করে দেখো’।

https://twitter.com/stutisardana/status/1295806473629396992

কংগ্রেস নেতার এই মন্তব্যের জেরে সরগরম হয়ে উঠেছে স্যোশাল মিডিয়া। এই জঘন্য মন্তব্য করার জন্য তাঁকে বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়েছে। কমলা অর্থাৎ আরএসএসকে অপমান করতে গিয়ে তিনি মহিলাদেরও অপমান করেছেন।

https://twitter.com/sunil4Hindus/status/1295981861697490947

সমালোচিত নেতা
এই রূপ মন্তব্য করার জন্য কেউ কেউ তাঁকে ‘মানসিকভাবে অসুস্থ বলে বর্ণনা করেছেন কেউ কেউ এই অমানবিক পোস্ট করার জন্য তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট বাতিল করার অনুরোধও করেছেন।

https://twitter.com/gulwant_devi/status/1296044333892804608

কংগ্রেস নেতা পঙ্কজ পুনিয়ার এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ক্ষুব্ধ হয়ে বলেছে, ‘কংগ্রেস নেতা যদি নারীদের সম্মান করতে না পারেন, তাহলে তিনি যেন তাঁর মাকে ‘মা’ বলে না ডাকেন’।

Smita Hari

সম্পর্কিত খবর