বাংলাহান্ট ডেস্কঃ কন্ঠস্বর দিয়েই শনাক্ত হবে করোনা (corona virus) আক্রান্ত। এবার এই আধুনিক করোনা পরীক্ষা চালু হতে চলেছে ভারতে (india)। বাণিজ্য নগরী মুম্বাইয়েই (mumbai) এই পরীক্ষা প্রথম পরীক্ষামূলক ভাবে চালু করছে bmc. মুম্বাইয়ের ১ হাজার মানুষের ওপর হবে এই পরীক্ষা।
আধুনিক বিজ্ঞানকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এগিয়ে দিয়েছে অনেকটাই। এই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই মার্কিন মুলুকে চালু হয়েছে করোনা পরীক্ষা। এবার দেশের বাণিজ্য নগরীও এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে চলেছে করোনা আক্রান্ত চিহ্নিত করতে। জানা যাচ্ছে, যাদের কন্ঠস্বরের নমুনা নেওয়া হচ্ছে তাদের শ্লেষার নমুনাও সংগ্রহ করা হবেই। দুই ভাবে করোনা পরীক্ষা করে উভয়ের ফলাফল তুলনা করে দেখা হবে এই অ্যাপ নির্ভর করোনা পরীক্ষা কতখানি যথাযথ।
সূত্র থেকে জানা গিয়েছে, আধুনিক করোনা পরীক্ষা অ্যাপের মাধ্যমে ৩০ সেকেন্ডের মধ্যেই জানা যায় আপনি করোনা আক্রান্ত কিনা। আপনার কন্ঠস্বরের নমুনা বিশ্লেষণ করে আপনাকে এই বিষয়ে তথ্য দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। ইজরায়েল ও আমেরিকায় এই পরীক্ষার ফলাফল ৮৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুল।
বর্তমানে হু হু করে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ছড়ানোর পাশাপাশি টেস্ট বেড়ে যাওয়াও এই সংখ্যা বাড়ার অন্যতম কারন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর করোনা পরীক্ষা দেশ বাসীর কাছে যে স্বস্তির খবর সন্দেহ নেই। এই মুহুর্তে বিনামূল্যেই এই আধুনিক করোনা পরীক্ষা করবে মুম্বাই এর বিএমসি