বাংলা হান্ট ডেস্কঃ হাগিয়া সোফিয়ার (Hagia Sophia) পর তুর্কি সরকার এবার ইস্তানবুলের চোরা মিউজিয়ামকে (Chora museum) মসজিদে বদলানোর আদেশ জারি করেছে। রাষ্ট্রপতি এরদোগানের (Recep Tayyip Erdoğan) এই ফরমান আজ ২১ আগস্ট জারি করা হয়েছে। রাষ্ট্রপতির ফরমান অনুযায়ী, এবার এই মিউজিউয়ামকে ধার্মিক মামলার নির্দেশালয়কে স্থানান্তরিত করা হয়েছে। আর এবার এই মিউজিয়ামকে মুসলিমদের নামাজের জন্য ব্যবহার করা হবে।
After #HagiaSophia, Turkey's historic Chora church also switched to mosque
https://t.co/nC0vfJz18J— Khaleej Times (@khaleejtimes) August 21, 2020
রিপোর্ট অনুযায়ী, মিউজিয়ামটিকে মসজিদ বানানোর সিদ্ধান্ত ২০১৯ এ নেওয়া হয়েছিল। কিন্তু তুর্কি স্টেট কাউন্সিল এই সিদ্ধান্তকে বলবত করতে পারে নি। কিন্তু আজ সেখানকার সরকার ফরমান জারি করে এই বহু প্রাচীন গির্জাকে মসজিদ রুপে বানানোর নির্ণয় নিয়েছে।
চোরা মিউজিউয়াম একটি চার্চ হিসেবেই জানা যেত। এটিকে চতুর্দশ শতাব্দিতে বাইজেন্টাইন শাসকরা বানিয়েছিল। ইস্তানবুলে ১৪৫৩ সালে অটোমেন্সরা কবজা করে আর এই গির্জাকে ১৫১১ সালে মসজিদ বানানো হয়। ৪৩৪ বছর পর্যন্ত এটিকে মসজিদ হিসেবে মানা হত। এরপর ১৯৪৫ সালে তুর্কি সরকার এটিকে মিউজিয়াম হিসেবে ঘোষণা করে। এবার তুর্কি সরকার এই শতাব্দী প্রাচীন গির্জাকে মসজিদ বানানোর নির্দেশ দিয়েছে।
Turkey's president has ordered that the renowned 700-year-old Chora Church — currently a museum — be turned into a mosque. https://t.co/kxDbhvH9OT
— Catholic News Agency (@cnalive) August 21, 2020
উল্লেখ্য, এর আগে এই মাসে হাগিয়া সোফিয়া চার্চকে মসজিদ বানিয়ে দেয় তুর্কি সরকার। এরপর ক্যাথেলিক সমাজের প্রধান পোপ তুর্কির সরকারের এই সিদ্ধান্ততে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ইউনেসকো পর্যন্ত এই ঘটনার নিন্দা করে। কিন্তু তুর্কির রাষ্ট্রপতি এরদোগান নিন্দাতে আর ধর্মীয় স্বাধীনতাকে তোয়াক্কা না করে নিজের কাজ করে যান।