বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে ২৪ মার্চ থেকে লকডাউন ঘোষনা করেছিল ভারত। যার অবধারিত ফলাফল হিসাবে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল একাধিক সর্বভারতীয় পরীক্ষা। এবার এই পরীক্ষাগুলির দিনক্ষণ ঘোষনা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দেখে নিন এক নজরে
ইউজিসি নেট জুন মাসের পরীক্ষাটি ১৫ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা হবে ৬ থেকে ১১ সেপ্টেম্বর ।
ইগনু ওপেনম্যাট এমবিএ পরীক্ষা ১৫ সেপ্টেম্বর এবং পিএইচডি প্রবেশিকা পরীক্ষা হবে ৪ অক্টোবর।
আইসিএআরআইএইএ ইউজির পরীক্ষার ৭ ও ৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে, যদিও এর পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি স্তর পরীক্ষার তারিখ এখনও ঘোষণা হয়নি।
এআইপিজিইটি পরীক্ষা 29 আগস্টের বদলে 29 শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
JEE mains ১ থেকে ৬ সেপ্টেম্বর এবং ১৩ সেপ্টেম্বর NEET UG অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, প্রতিটি পরীক্ষার নতুন ধার্য হওয়া দিনের ১৫ দিন আগে অ্যাডমিট প্রকাশ করা হবে। অ্যাডমিটে পরীক্ষা কেন্দ্র, তারিখও সময় উল্লিখিত থাকবে।