বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের বলরামপুরের সন্দেহভাজন ISIS (Islamic State of Iraq and the Levant) জঙ্গি আবু ইউসুফের বাড়িতে তল্লাশির সময় বোমা বানানোর অনেক সামগ্রী উদ্ধার হয়েছে। বোমা বানানোর বারুদও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, বোমা বানানোয় ব্যবহার হওয়ার বিস্ফোটক, বল বেয়ারিং আর অনেক আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, একটি জ্যাকেটও উদ্ধার হয়েছে জেটিতে বোমা ফিট করা হচ্ছিল। ওই জ্যাকেটটিকে সুইসাইড বোম্বারের মতো পরে অ্যাটাক করা হয়। এই জ্যাকেট সুইসাইড বোমার মতো ব্যবহার করার জন্যই তৈরি করা হয়েছিল।
জানিয়ে দিই, দিল্লী পুলিশ একটি এনকাউন্টারে আবু ইউসুফকে গ্রেফতার করেছে। উত্তর প্রদেশের বলরামপুরের বাসিন্দা সন্দেহভাজন এই ISIS জঙ্গি এবং তাঁরা মাতা-পিতা সমেত আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। দিল্লী পুলিশ আবু ইউসুফের বাবা মোবিন, তাঁর চাচাতো ভাই ফাহ্রুখ আর ওয়াসিমকে গ্রেফতার করেছে। তাঁদের সবাইয়ের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে দিল্লী পুলিশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লী পুলিশ এই তিনজনকে বলরামপুরের উতরৌলা থেকে গ্রেফতার করে। শোনা যাচ্ছে যে, দিল্লী পুলিশের স্পেশ্যাল সেন আর উত্তর প্রদেশের জঙ্গি দমন শাখার সংযুক্ত টিম আবু ইউসুফের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল ISIS জঙ্গির মা-বাবা সমেত তিনজনকে গ্রেফতার করেছে আর তাঁদের বাড়ি থেকে বোমা বানানোর সামগ্রী এবং সুইসাইড বোমার জ্যাকেট উদ্ধার করেছে।