বাংলাহান্ট ডেস্কঃ এর আগে মাত্র তিনজন ভারতীয় ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন। চতুর্থ ক্রিকেটার হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে সম্মানিত হলেন রোহিত শর্মা। রোহিত শর্মার আগে এই সম্মানে ভূষিত হয়েছেন শচীন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি।
দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়ে খুবই আপ্লুত রোহিত শর্মা। আর তাই নিজেরে এত বড় একটি সম্মান তার ভক্তদের উৎসর্গ করলেন ভারত ওপেনার রোহিত শর্মা। 2019 সাল টা দুর্দান্ত কেটেছে ভারত ওপেনার রোহিত শর্মার। বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করার সাথে সাথে একই বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন তিনি। সেই সাথে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ওপেনিংও করেছিলেন রোহিত শর্মা। স্বাভাবিকভাবে বিসিসিআই রোহিত শর্মার নাম রাজীব গান্ধী খেলরত্ন সম্মানের জন্য মনোনীত করে। আর তাতেই সিলমোহর দেয় স্পোর্টস আওয়ার্ড কমিটি।
এই সম্মান পাওয়ার পরে এক ভিডিও বার্তায় রোহিত শর্মা বলেছেন, “শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সারা বছর ধরে আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, আমাকে সমর্থন করেছেন তা সত্যিই দারুন। দেশের এত বড় একটা সম্মান, সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাওয়া যে কোন খেলোয়াড়ের কাছে খুবই আনন্দের। আর তাই এই সম্মানে সম্মানিত হতে পেরে আমিও খুব খুশি। আপনারা ছাড়া কখনই এটা সম্ভব হত না। আর তাই আমি আমার এই বিশেষ সম্মান আমার সমস্ত ভক্তদের উৎসর্গ করলাম।”