বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সন্ধ্যে বেলায় মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় জেলার মহাড এলাকায় এক পাঁচ তোলা বিল্ডিং ধ্বসে পড়ে। বিল্ডিংয়ের তলায় ২০০ জন আটকে পড়ার আশঙ্কা জাহির করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত ১৫ জনকে সুরক্ষিত বের করা হয়েছে। জানা যায় যে, এই বিল্ডিং দোষ বছরের পুরনো আর সেখানে ৫০ টি পরিবার বসবাস করত। ঘটনাস্থলে NDRF আর দমকলের টিম উদ্ধারকার্যে লেগেছে। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী জানায়, আজ সন্ধ্যে ৬ঃ৫০ নাগাদ রায়গড় জেলার মহাড তহসিলে কাজলপুরা এলাকায় একটি বিল্ডিং ধ্বসে পড়ে। NDRF জানায়, বিল্ডিংয়ের নীচে ২০০ জন আটকে পড়ার আশঙ্কা আছে।
Today at about 1850 hrs, A G+4 building collapsed in Kajalpura area of Mahad Tehsil in Dist. Raigad, Maharashtra.
About 50 people are feared to be trapped. 3 teams of 5 BN NDRF have moved: National Disaster Response Force (NDRF) pic.twitter.com/XlWegCSHqq— ANI (@ANI) August 24, 2020
3 floors of a 5-storey building collapsed in Mahad of Raigad district; over 200 people are feared trapped. 15 people have been rescued: Aditi S Tatkare, Maharashtra Minister pic.twitter.com/OWXKxfs0F2
— ANI (@ANI) August 24, 2020
একেতেই করোনায় সর্বস্বান্ত মহারাষ্ট্র আর তাঁর মধ্যে একের পর এক দুর্ঘটনা ওই রাজ্যের মানুষের আরও চিন্তা বাড়িয়ে তুলছে। ঠিক এক সপ্তাহ আগে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর (Palghar) জেলায় সোমবার রাতে এক বড়সড় দুর্ঘটনা ঘটে। জেলার তারাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ‘নান্দোলিয়া অর্গানিক কেমিকেলস” কারখানায় একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, ১০ কিমি দূর পর্যন্ত এর আওয়াজ পাওয়া যায়। ওই ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয় আর তিনজন আহত হয়।
Maharashtra: Fire breaks out at Nandolia Organic Chemicals in Palghar. More details awaited. pic.twitter.com/Qurd40Nnc2
— ANI (@ANI) August 17, 2020
বিস্ফোরণের পর কারখানায় আগুন লেগে যায়, আগুন নেভানর জন্য দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এই ধামাকার আওয়াজ ১০ কিমি দূর সালবাড়, পাথল, ওয়াইসর, তারাপুরের আশেপাশের এলাকা গুলোতেও শোনা যায়।পালঘরের জেলাশাসক কৈলাশ শিন্ডে ঘটনার পর বলেন, এই ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে আর তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।