নাগরিকদের ভারত ভ্রমণ না করার পরামর্শ দিলেন রাষ্ট্রপতি ট্রাম্প, দেওয়া হল নিম্নমানের রেটিং

বাংলাহান্ট ডেস্কঃ আন্তর্জাতিক মহলে ভারত (Inida) আমেরিকার (America) বন্ধুত্বের নিদর্শন বহুবার দেখা গেছে। সুপার পাওয়ার আমেরিকার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে সব মহলেই চর্চা হয়। তবে বর্তমান সময়ে ট্রাম্প সরকারের গৃহীত এক পদক্ষেপে দুই দেশের মধ্যেকার বন্ধুত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন।

ভারতে ভ্রমণে ‘না’ মার্কিন রাষ্ট্রপতির
মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্প (donald trump) তার দেশের অর্থাৎ আমেরিকা থেকে মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণে বিরত থাকতে বলেছে। বর্তমান দিনে আমেরিকান নাগরিকদের ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে সঠিক কারণ এখনও জানতে পারা যায়নি।

মার্কিন নাগরিকদের ভ্রমণ প্রিয় স্থান ভারত
ভারতীয় পর্যটন ও আতিথেয়তা সংস্থা জানিয়েছে, মার্কিন নাগরিকরা দক্ষিণ এশিয়ার চেয়ে ভারতে বেশি সময় কাটাতে আগ্রহী। তারা অন্যান্য দেশে ভ্রমণ অপেক্ষা ভারতে বেশি সময় অতিবাহিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ভারতে অন্যান্য দেশের নাগরিকরা যদি ২২ দিন কাটায়, সেখানে মার্কিন নাগরিকরা ২৯ দিন এখানে ভ্রমণ করে। কিন্তু সেখানে কেন ভারত ভ্রমণে না জানাচ্ছে মার্কিন সরকার, তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে।

B3XUSO65RNFTZGE6H3CWXZI5CQ

ভ্রমণের বিচারে ভারত কত রেটিং পেল?
সূত্রের খবর, ভারত ভ্রমণের রেটিং হিসাবে আমেরিকা ভারতকে ৪ পয়েণ্ট দিয়েছে, যা রেটিং তালিকার অনেক চীনে রয়েছে। অর্থাৎ মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণকে খুবই খারাপ ভাবে ব্যক্ত করা হয়েছে। এমনটাও শোনা গিয়েছে, মার্কিন সরকারের এই রেটিং তালিকার ৪ নম্বরে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, সন্ত্রাসবাদের কেন্দ্র, পাকিস্তান, ইরান, ইরাক এবং ইয়েমেনের মতো দেশ।

এই নিম্নমানের রেটিং-র পেছনের কারণ
মার্কিন সরকারের পক্ষ থেকে এই নিম্নমানের রেটিং দেওয়ার পেছনে করোনা মহামারিকে দায়ী করার পাশাপাশি জানানো হয়েছে, মার্কিন সংস্থাগুলি বিশ্বাস ভারতে দিনকে দিন অপরাধ ও সন্ত্রাসবাদ অনেক বেড়েছে। সেইসঙ্গে নারীদের উপর অত্যাচার বেড়েছে। ভারতীয় পর্যটন ও আতিথেয়তা সংস্থা ভারতে ভ্রমণের বিষয়কে কেন্দ্র করে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করেছে।

তবে ধারণা করা হচ্ছে করোনার কারণে পরিস্থিতি উদ্বেগ জনক হয়ে উঠলে প্রথমে দেশের সীমান্ত এলাকা বন্ধ করতে হবে। সেক্ষেত্রে শোনা গেছে, মার্কিন পররাষ্ট্র দফতর বিশেষত জম্মু-কাশ্মীর এবং ভারত-পাকিস্তান সীমান্তে মার্কিন নাগরিকদের না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Smita Hari

সম্পর্কিত খবর