দলে সঠিক নির্বাচন না হলে, কংগ্রেস আরও ৫০ বছর পিছিয়ে যাবে: গোলাম নবী আজাদ

বাংলাহান্ট ডেস্ক: কংগ্রেসের (Indian National Congress) বরিষ্ঠ নেতা গোলাম নবী আজাদ (Ghulam Nabi Azad) আবারও নিজের দল কংগ্রেসকে কড়া বার্তা দিলেন। সম্প্রতি সোনিয়া গান্ধীকে লেখা মতবিরোধী চিঠিতে স্বাক্ষর করার কারণে তাকে দলে বিচ্ছিন্ন করা হয়। দল থেকে বিচ্ছিন্ন করার চার দিন পর তিনি দলীয় নেতৃত্বকে আরও একটি কড়া বার্তা দিলেন।

সংবাদ সংস্থা এএনআইকে গোলাম নবী আজাদ জানিয়েছেন, যেসকল নেতারা, অফিসার বা রাজ্য ইউনিটের সভাপতি, জেলা সভাপতিরা আমাদের প্রস্তাবটির বিরোধিতা করছেন, নির্বাচন হওয়ার পর তাদের খুঁজেও পাওয়া যাবে না। যারা সত্যিই কংগ্রেসের ভালো চায়, তারা সর্বদাই পাশে থাকবে।

images 2 48

 

তিনি আরও বলেলেন, নির্বাচিত জনগণ যদি কংগ্রেসকে নেতৃত্ব দেন, তাহলেই দলের উন্নতি হব। নচেৎ আগামী ৫০ বছর কংগ্রেস এইভাবে বিরোধী দল হিসেবেই থেকে যাবে। প্রয়োজনে রাজ্য কংগ্রেস প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটির নির্বাচন করা যেতে পারে। নির্বাচনে দল অন্তত আপনার সঙ্গে থাকবে।

ব্যক্তি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন কমপক্ষে ৫১ শতাংশ আপনার সাথে থাকে। তবে দলের মধ্যে মাত্র ২ থেকে ৩ জন বিরোধিতা করে। সেক্ষেত্রে একজন বিজয়ী ব্যক্তি ৫১ শতাংশ মানুষের সমর্থনে জয়ী হয়। এর অর্থ নির্বাচনে ৫১ শতাংশ মানুষ আপনার পাশে আছে।

প্রসঙ্গত, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি পদে নির্বাচিত সোনিয়া গান্ধীর বিরুদ্ধে গিয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রে শিবসেনা রাহুল গান্ধীকে সমর্থন করেছে। সোনিয়া গান্ধী যাতে পূর্ণকালীন সভাপতি পদে থাকতে পারেন, সেই কারণে ২৩ জন কংগ্রেস নেতা পত্র লিখেছিলেন। শিবসেনা এই ২৩ জন কংগ্রেস নেতার বিষয়ে কড়া সমালোচনা করে বলেছে, কংগ্রেসে রাহুল গান্ধীর নেতৃত্ব শেষ করার চক্তান্ত চলছে।

Smita Hari

সম্পর্কিত খবর