‘সানি লিওন’এর নামে মামলা দায়ের লালবাজারে

বাংলাহান্ট ডেস্ক: ‘ভুয়ো’ সানি লিওনের (sunny leone) বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিল আশুতোষ কলেজ (ashutosh college)। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় মামলা দায়ের করে তদন্তের আর্জি জানানো হয়েছে বলে খবর। আশুতোষ কলেজের ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার মেধা তালিকায় প্রথম স্থানে দেখা যায় সানি লিওনের নাম।

বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, এবার করোনা পরিস্থিতির জন‍্য অনলাইনেই কলেজে ভর্তির আবেদনপত্র জমা পড়েছে। সেই সুযোগে বহু ভুয়ো আবেদনও এসেছে। সানি লিওনের বিষয়টিও তেমনই বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ‍্যেই ওই ভুয়ো আবেদনকারীর ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস তুলে দেওয়া হয়েছে লালবাজারের হাতে।

Sunny Leone 5
আশুতোষ কলেজের ইংরেজি বিভাগে ভর্তির জেনারেল ক‍্যাটেগরির মেধা তালিকার প্রথমেই দেখা যায় সানি লিওনের নাম। তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪ এবং রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬। বেস্ট অফ ফোরে চারশোয় চারশোই পেয়েছেন তিনি। অর্থাৎ প্রতিটি বিষয়েই তাঁর প্রাপ্ত নম্বর একশো।

এই প্রসঙ্গে প্রথমে কলেজ কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা স্বীকার করে এই ভুল অনিচ্ছাকৃত। তাদের বক্তব‍্য এটা ভুয়ো অ্যাপ্লিকেশন। ত্রুটি সংশোধনের জন‍্য সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

তবে শুধু ইংরেজি বিভাগে না, কম্পিউটার সায়েন্স বিভাগের মেধা তালিকাতেও দেখা গিয়েছে একাধিক ত্রুটি। নামের পাশাপাশি বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন ও রোল নম্বরে রয়েছে ভুল।

sunny leones shocking biography revealed 1024x576 1
ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। আশুতোষ কলেজের মতো স্বনামধন‍্য একটি প্রতিষ্ঠান কিকরে এমন মারাত্মক ভুল করতে পারে সেই নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি সোশ‍্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসি মশকরাও।

অপরদিকে সানি লিওনও টুইট করেছেন আশুতোশ কলেজের এই কাণ্ড নিয়ে। সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট (tweet) করেছেন সানি লিওন। সেখানে মজা করে তিনি লিখেছেন, ‘আগামী সেমিস্টারে কলেজে দেখা হচ্ছে। আশা করি আমরা একই ক্লাসে থাকব।’ সঙ্গে দুটো দুষ্টুমি ভরা ইমোজি। আশুতোষ কলেজের এমন অভিনব ব‍্যাপার যে তাঁর কানেও গিয়েছে এই টুইটই তাঁর প্রমাণ বলে মনে করছেন নেটিজেনরা। সানির এই টুইট ঘিরে ফের হাসি মশকরা শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

তবে শুধু আশুতোষ কলেজ নয়, বজবজ কলেজেও ঘটেছে একই ঘটনা। সেখানেও ইংরেজি অনার্সের মেধা তালিকায় রয়েছে সানি লিওনের নাম। খাস কলেজ ওয়েবসাইটে এমন কাণ্ড দেখে একাধারে নিন্দা ও ট্রোলের ঝড় উঠেছে সোশ‍্যাল মিডিয়ায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর