বাংলাহান্ট ডেস্কঃ করোনাকালে রেশন (ration) ঘিরে বারবার অভিযোগ উঠেছে বাংলায়। অনেক ক্ষেত্রেই অভিযোগ, যাদের প্রয়োজন তারা রেশন পাচ্ছে না অন্যরা রেশনের জিনিস অসৎ ভাবে ব্যাবহার করছে। যদিও রাজ্যে রেশন নিয়ে এই অভিযোগ এই প্রথম নয় বহু বছর ধরেই রাজ্যে একের পর এক রেশন দুর্নীতি সামনে এসেছে। এবার এই দুর্নীতিকে সমূলে উৎখাত করতে বড় সিদ্ধান্ত নিল বাংলার মমতা সরকার (mamata government)

খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, রেশন বিলির ক্ষেত্রে নিয়মে বদল এনে রেশন ব্যাবস্থাকে নিশ্ছিদ্র করবার চেষ্টা চলছে। এবার থেকে প্রতিবার রেশন তুলতে গেলে লাগবে OTP বা one time password. রেশন তোলার সময় রেজিস্ট্রার করা মোবাইল নম্বরে যাবে ঐ OTP. তা দেখালেই মিলবে রেশন। সুতরাং মোবাইল ছাড়া রেশন মিলবে না।
এছাড়াও খাদ্য দপ্তর সূত্রে খবর, এই পদ্ধতিতে করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা আরো সহজ হবে। রেশন ডিলার ও গ্রাহকের মধ্যে কার্ডের দেওয়া নেওয়ার আর প্রয়োজন পড়বে না। পাশাপাশি, আঙুল ছোঁয়াতে হবে না ই-পিওএস যন্ত্রেও।
এ প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, রাজ্যের রেশন ব্যাবস্থাকে স্বচ্ছ করবার জন্যই এই নতুন পদ্ধতি এনেছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই গ্রাহকদের আধার ও ফোন নম্বর সংযুক্ত করবার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। ডিলারদের ই-পিওস যন্ত্রের মাধ্যমে এই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে এক জনের রেশন অন্য কেউ তুলতে পারবে না।