বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের (madhya pradesh bridge collapse) সিবনি জেলায় কোটি কোটি টাকা দিয়ে বানানো ব্রিজ উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। জেলার সুনবারা গ্রামে বেনগঙ্গা নদীতে বানানো এই ব্রিজ প্রায় এক মাস আগে থেকেই ব্যবহার হওয়া শুরু হয়ে দিয়েছিল। আর আজ এই ব্রিজের উদ্বোধন ছিল, কিন্তু তাঁর আগেই ভেঙে পরে এই ব্রিজ।
পাওয়া তথ্য অনুযায়ী, এই ব্রিজ নির্মাণের জন্য তিন কোটি সাত লক্ষ টাকা খরচ হয়েছিল। এর নির্মাণ কারজ ১ লা সেপ্টেম্বর ২০১৮ তে শুরু হয়েছিল। আপাতত এই ব্রিজ কেন ভেঙে পরল সেটা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দিই, এই ব্রিজ কেবলানি বিধানসভার অন্তর্গত। আর সেখানকার বিধায়ক বিজেপির রাকেশ পাল।
জানিয়ে দিই, ভারি বৃষ্টির কারণে মধ্যপ্রদেশের অনেক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। রাজ্যের প্রায় সব বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকার অনুযায়ী, রাজ্যের নয়টি জেলার ৩৯৪ টি গ্রাম বন্যা কবলিত। আর সাত হাজারের বেশি মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে বন্যার পরিস্থিতি নিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন। উনি প্রধানমন্ত্রীকে রাজ্যের বন্য পরিস্থিতি নিয়ে অবগত করান। এর সাথে সাথে মুখ্যমন্ত্রী হোশাঙ্গাবাদ এবং অন্য বন্য কবলিত এলাকার পরিদর্শন করেন।
জানিয়ে দিই, রাজ্যে বিগত দুই দিন থেকে জারি মুশলধার বৃষ্টির কারণে হোশাঙ্গাবাদ সমের মধ্যপ্রদেশের অনেক জেলায় বন্যার জল ঢুকে গেছে। রাজ্যে পরিস্থিতি এতটাই খারাপ যে, ওই এলাকার মানুষদের উদ্ধার করতে শনিবার সেনা আর এনডিআরএফ এর টিমকে ডাকতে হয়।