আবারও উত্তপ্ত লাদাখ! অনুপ্রবেশ করতে আসা চীনের সেনাকে তাড়াল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চীনের (China) জওয়ানদের মধ্যে আবারও বাড়ল উত্তেজনা। শোনা যাচ্ছে যে, ২৯ আগস্ট রাতে চীনের সেনা আর ভারতীয় জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ প্যাংইয়াং লেকের পাশে হয়েছে বলে জানা যাচ্ছে। ভারত সরকার জানিয়েছে যে, আমাদের জওয়ানরা চীনের সেনার অনুপ্রবেশ রুখে দিয়েছে। ভারতীয় সেনার পিআরও কর্নেল অমন আনন্দ জানান, ‘পিপলস লিবারেশন আর্মি (PLA) এর জওয়ানরা ২৯/৩০ আগস্ট রাতে পূর্ব লাদাখে (ladakh) দুই দেশের মধ্যে চলা গতিরোধের মাঝে শান্তি স্থাপন করার জন্য হওয়া সেনা বার্তা আর কূটনৈতিক স্তরের আলোচনার লঙ্ঘন করে। আর পরিস্থিতি খারাপ করতে অনুপ্রবেশের চেষ্টা করে।”

WhatsApp Image 2020 08 31 at 11.22.28 AM

আরেকদিকে, ভারতীয় নৌসেনা (Indian Navy) দক্ষিণ চীন সাগরে রণতরী মোতায়েন করেছে। লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া উত্তেজনার কথা মাথায় রেখেই ভারত (India) এই সিদ্ধান্ত নিয়েছে।

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ভারত যেই জায়গায় এই রণতরী মোতায়েন করেছে, সেখানে আগাগোড়াই ভারতকে রণতরী মোতায়েন করতে বাধা দিত চীন। এমনকি সেখানে ভারত রণতরী মোতায়েন করলে চীন বারবার সেটার অভিযোগও জানাত। এবার ভারতীয় নৌসেনার এই পদক্ষেপে চীনের চিন্তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। যদিও প্রতিবারের মতো চীন এবারও ভারতের সামনে এই ইস্যু তুলে বিরোধিতা করেছে।

চীনের কমিউনিস্ট শাসকের জন্য দক্ষিণ চীন সাগর খুবই গুরুত্বপূর্ণ। চীন চায়না যে অন্য কোন দেশ সেখানে উপ্সস্থিত থাকুক। চীনের পিপলস লিবারেশন আর্মির লাগাতার বিরোধের পরেও ভারতের রণতরী লাগাতার আমেরিকার রণতরী গুলোর সাথে যোগাযোগ স্থাপন করে আসছে। আমেরিকার রণতরী ওই এলাকায় আগে থেকেই মজুত আছে। সুত্র থেকে জানা যায় যে, পূর্ব লাদাখে উত্তেজনা বাড়ার কারণেই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে।

জানিয়ে দিই, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের সেনা কয়েক মাস ধরেই মুখোমুখি হচ্ছে। ফিঙ্গার এলাকা নিয়ে দুই দেশের মধ্যেই উত্তেজনা জারি আছে। ভারত জানাচ্ছে যে, ওই এলাকায় চীনের উপস্থিতি অবৈধ আরেকদিকে, চীনও ওই এলাকা থেকে পিছু হটার নাম নিচ্ছে না। চীনের সেনা সেখানে উপস্থিত থাকার কারণে ভারতও প্রচুর সেনার মোতায়েন করে রেখেছে ওই এলাকায়। লাদাখে ব্যাপক ভাবে সুরক্ষা বাড়িয়েছে ভারত। আর কড়া নজরদারিও চলছে। প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারতীয় সেনা যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। দরকার পড়লে অস্ত্রও তুলে নেওয়া হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর